১।
ক) এজাহার কাকে বলে? এজাহারে কি কি ত্রুটি থাকে আলোচনা করুন।
খ) আসামী কি সাক্ষী দিতে পারে? আত্মত্মপক্ষ সমর্থনে সে কি উপযুক্ত সাক্ষী হিসেবে গণ্য হবে? লিখুন। গ) আইনগত হেফাজত হতে কোন আসামী পালিয়ে গেলে আপনার করণীয় কি?
২।
ক) রাত্রিকালীন ডিউটি করার সময় আপনি একটি অসনাক্তকৃত লাশ দেখতে পেলেন। আপনার করণীয় কি লিখুন। খ) ডাকাতি কাকে বলে? ডাকাতির শান্তি কি কি? ডাকাতির মালামাল অসাধুভাবে গ্রহণের শান্তি কি?
গ) তল্লাশি পরোয়ানা বলতে কি বুঝেন? তল্লাশির নিয়মাবলী লিখুন।
৩।
ক) একটি পরিবহনযানে কয়টি সার্টিফিকেট থাকা আবশ্যক ও সেগুলো কি কি?
খ) সড়ক পরিবহণ আইন ২০১৮ অনুযায়ী রুট পারমিট কি? কোন কোন গাড়ীতে রুট পারমিট প্রয়োজন হয় আলোচনা করুন। কোন কোন ক্ষেত্রে রুট পারমিটের প্রয়োজন নাই লিখুন।
গ) সড়ক পথে কোন দুর্ঘটনা ঘটলে তার তদন্ত প্রক্রিয়া বর্ণনা করুন।
৪।
ক) সড়ক পরিবহন আইন, ২০১৮ এর কোন ধারা অনুযায়ী একজন পুলিশ অফিসার ওয়ারেন্ট ব্যতীত গ্রেফতার করার ক্ষমতা রাখেন? বিস্তারিত আলোচনা করুন।
খ) সড়ক পরিবহন আইন, ২০১৮ এর কোন ধারার ক্ষমতাবলে একজন পুলিশ অফিসার যানবাহনের কাগজপত্র আটক করতে পারেন তা বর্ণনা করুন।
গ) রাত্রিকালীন টহলে ‘ক’ নামক এটিএসআই একটি গাড়ি তল্লাশিকালে দেখতে পেল চালকের ড্রাইভিং লাইসেন্স নেই। এক্ষেত্রে, ‘ক’ এর করণীয় কি?
৫।
ক) ‘ক’ নামক পুলিশ অফিসার ডিউটিরত অবস্থায় একটি ট্রাক তল্লাশি করে ১০০ কার্টুন বিদেশি অবৈধ মদ উদ্ধার করে ৪০ কার্টুন জব্দ দেখিয়ে জব্দ তালিকা প্রস্তুত করে ও অবশিষ্ট মদ বিক্রয়পূর্বক অবৈধভাবে অর্থ আত্মসাৎ করে নেয়। ‘ক’ কি অপরাধ সংঘটিত করেছে তা বিস্তারিত লিখুন।
খ) পুলিশ কনস্টেবল ‘ক’ এর ডিউটিতে গাফিলতির কারণে থানা হাজতখানা হতে একজন আসামী পালিয়ে গেল। ‘ক’ এর কি কি অপরাধ হবে?
গ) সার্জেন্ট ‘ক’ কর্তব্যরত অবস্থায় ফিটনেস সনদবিহীন ঝুঁকিপূর্ণ একটি বাস সড়কে চলাচল অবস্থায় দেখতে পেল। এক্ষেত্রে, সার্জেন্টের করণীয় কি?