১।
ক) কেস ডায়রী বলতে কি বুঝায়? কেস ডায়রী লিখার সাধারণ নিয়মাবলী আলোচনা করুন।
খ) পুলিশ কর্তৃক আটককৃত বন্দীকে হাজতখানায় প্রেরণের পূর্বে করনীয় আলোচনা করুন।
গ) পুলিশ সদস্য ক তিনমাস পর মুনাফাসহ ফেরত প্রদানের শর্তে তার সহকর্মী খ এর নিকট হতে এক লক্ষ টাকা ধার নিল। ক সময়মতো টাকা পরিশোধ না করায় খ তার বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দাখিল করল। আইন ও বিধি মোতাবেক উভয়ের আচরণ বিশ্লেষণ করুন।
২।
ক) আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বুঝায়? কোন কোন ক্ষেত্রে দেহ ও সম্পত্তি রক্ষায় মৃত্যু পর্যন্ত ঘটানো যায়?
খ) পুলিশ কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর করনীয় আলোচনা করুন। গ) সমন এবং গ্রেফতারী পরোয়ানার মধ্যে পার্থক্য লিখুন।
৩।
ক) ট্রাফিক সাইন এবং ট্রাফিক সংকেতের মধ্যে পার্থক্য লিখুন।
খ) সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কোন কোন পরিবহন রুট পারমিট হতে অব্যাহতিপ্রাপ্ত?
গ) ক একটি প্রাইভেট কার ক্রয় করার ছয়মাস পর খ এর নিকট বিক্রি করার জন্য চুক্তিবদ্ধ হল এবং অর্থ প্রাপ্তি সাপেক্ষে প্রাইভেট কারটি খ এর নিকট হস্তান্তর করল। খ এর স্বপক্ষে প্রাইভেট কারটির মালিকানা পরিবর্তনে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে?
৪।
ক) পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স এর মধ্যে পার্থক্য লিখুন।
খ) অনুমোদিত লেডেন ওজনের অতিরিক্ত ওজন বহন করে কোন মোটরযান একটি আবাসিক এলাকার সড়কের পার্শ্বস্থ অবকাঠামোর ক্ষতিসাধন করল। এক্ষেত্রে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং গৃহীত ব্যবস্থা প্রতিপালনে ব্যর্থ হলে করণীয় কি হবে?
গ) গোপন সংবাদের ভিত্তিতে রাতের বেলা একজন এটিএসআই লিচু বাজার এলাকার বাদাম পট্টির পাশে সার্কুলার রোডে গিয়ে একটি লোডকৃত ট্রাক দেখতে পেলেন। ট্রাকের নম্বর প্লেটের রং এবং লেখার ধরন দেখে সন্দেহ হওয়ায় তিনি ভালভাবে পরীক্ষা করে দেখতে পান যে, একটি এক্সট্রা নম্বর প্লেট মূল প্লেটের ১৭ এর উপর বসানো হয়েছে। এক্ষেত্রে সংঘটিত অপরাধের ধরণ ও শান্তি আলোচনা করুন।
৫।
ক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ক রাত্রিকালীন টহল ডিউটি করার সময় আগ্নেয়াস্ত্রসহ খ কে গ্রেফতার করে ক সরাসরি থানায় নিয়ে আসেন। থানার ডিউটি অফিসার জব্দ তালিকা প্রস্তুত করেন। এক্ষেত্রে কার কি অপরাধ হবে তা বর্ণনা করুন।
খ) মোটরযান ফিটনেস কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা ক এর সাথে খ নামক এক বাস মালিকের সুসম্পর্ক থাকায় ক খ কে ইকোনোমিক লাইফ অতিক্রান্ত একটি বাসে যাত্রী পরিবহনের অনুমতি প্রদান করেন এবং খ তা একটি নির্ধারিত রুটে ব্যবহার করেন। এক্ষেত্রে কি ধরণের আইনের ব্যত্যয় হয়েছে তা উল্লেখ করুন।
গ) রাত্রিকালীন টহল টিম রাস্তার পাশে ক নামক এক নারীকে দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে, সে পতিতাবৃত্তির সাথে জড়িত। এক্ষেত্রে টহল টিমের ইনচার্জের করণীয় আলোচনা করুন।