১।
ক) এজাহার ও সাধারণ ডায়রীর মধ্যে পার্থক্য লিখুন।
খ) সমন বলতে কি বুঝায়? সমন কে জারি করতে পারেন?
গ) থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার সমূহ কি কি? খতিয়ান পরিদর্শন বহির অংশগুলি বর্ণনা করুন।
২।
ক) অপরাধের সহায়তা ও অপরাধের প্ররোচনার মধ্যে পার্থক্য লিখুন।
খ) প্রত্যেক খুনই অপরাধজনক প্রাণহানি, কিন্তু প্রত্যেক অপরাধজনক প্রাণহানি খুন নয়-ব্যাখ্যা করুন।
গ) কখন পুলিশ মাদকদ্রব্যের দোকান বন্ধ করে দিতে পারে?
৩।
ক) ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ন্যূনতম যোগ্যতাসমূহ কি কি?
খ) সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত একজন পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে মোটরযানের কাগজপত্র আটকসহ মোটরযান সাময়িক হেফাজতে নিতে পারেন?
গ) সড়ক দূর্ঘটনায় নিহত ড্রাইভার ক এর কোন এক উত্তরাধিকারী প্রয়োজনীয় তথ্য-উপাত্তসহ ক্ষতিপূরণ দাবি করে যথাযথ বোর্ডের নিকট একটি আবেদন দাখিল করে। কর্তৃপক্ষ আবেদন নাকচ করে ক এর উত্তরাধিকারীকে জানিয়ে দেয়। এক্ষেত্রে ক এর উত্তরাধিকারী কর্তৃক দাখিলকৃত আবেদনের যথার্থতা এবং নাকচ পরবর্তী উত্তরাধিকারীর আইনগত প্রতিকার কি হতে পারে তা আলোচনা করুন।
8।
ক) হালকা মোটরযান এবং ভারী মোটরযানের মধ্যে পার্থক্য লিখুন।
খ) সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীন সংঘটিত কোন কোন অপরাধ জামিন অযোগ্য বলে বিবেচিত হবে?
গ) রাতের বেলা টহলকালে একজন এটিএসআই পাবনা শহরের বলাকা সিনেমা হলের পাশে খালের মধ্যে একটি অটো টেম্পু দেখতে পেলেন। স্থানীয়ভাবে খোজখবর নিয়ে তিনি জানতে পারলেন যে, গত দুদিন যাবত অটো টেম্পুটি সেখানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং কোন মালিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রে টেম্পুটি নিষ্পত্তির লক্ষ্যে উক্ত এটিএসআই কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন?
৫।
ক) ‘ক’ নামক একজন হকার ফরিদপুর শহরের কোর্ট মোড়ে রাস্তার উপর দাঁড়িয়ে ঠেলাগাড়িতে করে মনোহারী জিনিস বিক্রয় করে। টহলরত পুলিশ উক্ত হকারের বিরুদ্ধে আইনগত কি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন?
খ) ক একজন পুলিশ অফিসার বিসিক শিল্প এলাকায় দুপুর বেলা দুজন অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদেরকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করেন। পুলিশ অফিসারের কাজের যথার্থতা ব্যাখ্যা করুন।
গ) টাঙ্গাইল সদর থানাধীন মুন্সীপাড়ায় জনৈক ক একটি মেস ভাড়া নিয়ে তিন মাস যাবত ব্যবসা করছে। তার বাড়ী জামালপুর জেলার মেলান্দহ এলাকায় বলে জানা যায়। ক এর গতিবিধি সন্দেহজনক এবং তার প্রকাশ্য কোন পেশা নেই। ক সম্পর্কে বিস্তারিত জানতে কি ধরণের আইনগত পদক্ষেপ গ্রহণ করতে হবে?