১।
ক) তল্লাশি পরোয়ানা কি? কোন কোন ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারে?
খ) গৃহ তল্লাশির সাধারণ নিয়মাবলী আলোচনা করুন।
গ) রাতের বেলায় টহল ডিউটি করার সময় হাটের পিছনে বটগাছ তলায় কিছু লোককে সমবেত অবস্থায় দেখে পার্টি ইনচার্জ পার্টিসহ অগ্রসর হওয়া মাত্রই তারা দৌড়ে পালানোর চেষ্টা করল এবং সকলেই থানা এলাকার বাইরে চলে গেল। এক্ষেত্রে টহল পার্টি ইনচার্জ হিসেবে করণীয় আলোচনা করুন।
২।
ক) চুরি এবং অবৈধ আত্মসাৎ এর মধ্যে পার্থক্য লিখুন।
খ) ‘ক’ একজন বাসের ড্রাইভার দ্রুতবেগে গাড়ি চালানোর সময় বিপরীত দিক হতে আসা অপর একটি চলন্ত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ার উপক্রম হলে ‘ক’ তার গাড়ি বামদিকে উঠিয়ে দেয়। ফলে তিনজন পথচারী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। ‘ক’ এর অপরাধ ব্যাখ্যা করুন।
গ) দুষ্কর্মে সহায়তা বলতে কি বুঝায়? দুষ্কর্মে সহায়তার ক্ষেত্রে সহায়তাকারীর অভিপ্রায় মূল ব্যক্তির অভিপ্রায় হতে ভিন্ন হলে তা আইনের দৃষ্টিতে অপরাধ কিনা ব্যাখ্যা করুন।
৩।
ক) রাস্তায় গাড়ি চালানোর সময় কি কি কাগজপত্র সাথে থাকা আবশ্যক?
খ) ট্রাফিক সাইন বলতে কি বোঝায়? ট্রাফিক সাইন কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকার ট্রাফিক সাইন উদাহরণসহ বর্ণনা করুন।
গ) সড়ক পরিবহণ আইন ২০১৮ অনুযায়ী কোন কোন অপরাধের ক্ষেত্রে পুলিশ অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন?
৪।
ক) স্টেইজ ক্যারিজ এবং এক্সপ্রেস ক্যারিজ এর মধ্যে পার্থক্য লিখুন।
খ) রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলতে কি বোঝায়? কূটনৈতিক কর্মকর্তাদের ড্রাইভিং লাইসেন্স প্রদানের বিধি বিধান আলোচনা করুন। গ) সড়ক পরিবহণ আইন, ২০১৮ অনুযায়ী শব্দমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কোন কোন মোটরযানে অনুমোদিত শব্দমাত্রার হর্ণ সংযোজন করা যাবে?
৫ ।
ক) এ রোল ও বি রোল বলতে কি বোঝায়? এ ধরণের রোল কখন এবং কিভাবে ইস্যু করা হয়ে থাকে?
খ) জেল প্যারেড বলতে কি বোঝায়? জেল প্যারেড অনুষ্ঠানের পদ্ধতি আলোচনা করুন।
গ) পুলিশ আইন, ১৮৬১ অনুযায়ী কি কি কাজ না করলে কর্তব্যে অবহেলা বলে গণ্য হবে?