১।
ক) সাধারণ ডায়রী কি? এ ডায়রী কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয়?
খ) থানা হাজতখানায় আসামী রাখার পূর্বে কি কি নিয়ম অবলম্বন করা উচিত তা আলোচনা করুন।
গ) তদন্ত শ্লিপ কি? কোন কোন ক্ষেত্রে তদন্ত শ্লিপ ইস্যু করা হয়? তদন্ত শ্লিপ ফেরত পাওয়ার পর তা কিভাবে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়।
২।
ক) হত্যা এবং আত্মহত্যার মধ্যে পার্থক্য লিখুন।
খ) রাত্রিকালীন টহল দলের দায়িত্বে থাকা এটিএসআই একজন সন্দিগ্ধ আসামীকে গ্রেফতার করল। এটিএসআই এর নিকট কোন হাতকড়া না থাকায় তিনি গ্রামবাসীর নিকট হতে রশি নিয়ে সন্দিগ্ধ আসামীকে ভালোভাবে বেধে পার্শ্ববর্তী চৌকিদারের কাছে হাওলা করে থানায় পৌঁছানোর দায়িত্ব দিয়ে তাৎক্ষনিকভাবে তিনি থানায় চলে এলেন। উক্ত এটিএসআই এর দায়-দায়িত্ব উল্লেখ করুন।
গ) রাত্রিকালীন শিফট শেষে বাড়ি ফেরার পথে গার্মেন্টস কর্মী নাজমাকে থানার টহল পুলিশ দল ভাসমান যৌনকর্মী সন্দেহে আটক করে পরের দিন তাকে আদালতে চালান দিল। এক্ষেত্রে টহল দলের এসআই এর দায়-দায়িত্ব নিরূপন করুন।
৩।
ক) সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী একটি মোটরযানের কত ধরণের সার্টিফিকেট থাকার আবশ্যকতা রয়েছে তা আলোচনা করুন।
খ) ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান ও গণপরিবহন চালনার বিধি-নিষেধ উল্লেখপূর্বক দন্ডের বিবরণ দিন।
গ) কোন বিদেশী নাগরিক কিভাবে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স পেতে পারে তা সড়ক পরিবহন আইন ২০১৮ এর আলোকে উল্লেখ করুন।
৪।
ক) অপরাধ নিয়ন্ত্রণে ‘এ’ রোল ও ‘বি’ রোলের প্রয়োজনীয়তা আলোচনা করুন।
খ) সমন কি? সাক্ষীর প্রতি ইস্যুকৃত সমন সঠিকভাবে জারির গুরুত্ব আলোচনা করুন।
গ) ওয়ারেন্ট কি? ওয়ারেন্টের প্রকারভেদ বর্ণনা করুন।
৫।
ক) পিআরবি ১৯৪৩ অনুযায়ী ট্রেজারি ও ম্যাগাজিন গার্ডের গার্ড কমান্ডারের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন।
খ) ভ্রমণকালে হেফাজতে থাকা আসামী মৃত্যুবরণ করলে এস্কর্ট কমান্ডারের দায়িত্ব কি হবে তা আলোচনা করুন।
গ) কমান্ড সার্টিফিকেট বলতে কি বুঝায়? কমান্ড সার্টিফিকেট ইস্যুর পদ্ধতি উল্লেখ করুন।