কনস্টেবল হতে এটিএসআই পদে পরীক্ষা ২০১৯ প্রশ্ন
১।
ক) বেসরকারী ব্যক্তি কর্তৃক কোন ব্যক্তিকে গ্রেফতারের পর পুলিশ অফিসারের করনীয় বর্ণনা করুন।
খ) পুলিশ অফিসার কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তির অব্যাহতি পাওয়ার নিয়ম আলোচনা করুন।
গ) বেআইনীভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের পদ্ধতি বর্ণনা করুন।
২।
ক) কখন এবং কোন অবস্থায় একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে বর্ণনা করুন।
খ) পিআরবি অনুসারে একজন এস্কর্ট কমান্ডারের দায়িত্ব ও কর্তব্য বর্ণনা করুন।
৩।
ক) জমিজমা সংক্রান্ত বিরোধের ফলে শান্তিভঙ্গের আশংকা থাকলে ফৌজদারী কার্যবিধি অনুযায়ী পুলিশ অফিসারের করণীয় বর্ণনা করুন।
খ) ক একটি কুড়াল দিয়ে কাজ করছে, হঠাৎ কুড়ালটি বাট হতে খুলে গিয়ে নিকটে দন্ডায়মান খ এর মাথায় আঘাত করে। এক্ষেত্রে ক এর অপরাধ বর্ণনা করুন।
৪। অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার কতটুকু? কোন কোন কার্যের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার নাই?
৫।
ক) সাধারণ পরিবহনের রুট পারমিটের আবেদন বিবেচনা পদ্ধতি ও শর্তাদি বর্ণনা করুন।
খ) মোটরযান অধ্যাদেশ অনুযায়ী কখন একজন পুলিশ অফিসার গাড়ীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট আটক করতে পারেন?
৬।
ক) চুরি বা প্রতারণার মাধ্যমে কোন কিছু অর্জন করে দখলে রাখলে বিসিএল অ্যাক্ট অনুযায়ী শান্তির বিধান কি?
খ) মহানগর পুলিশ অধ্যাদেশ অনুসারে পুলিশ অফিসার কিভাবে বেওয়ারিশ সম্পত্তির দায়িত্ব ও বিলি ব্যবস্থা করবেন আলোচনা করুন।