২০১৮ সালের কনস্টেবল থেকে এটিএসআই লিখিত পরীক্ষার প্রশ্ন

কনস্টেবল হতে এটিএসআই পদে পরীক্ষা ২০১৮ প্রশ্ন

১।
ক) দাঙ্গা ও বেআইনী সমাবেশের মধ্যে পার্থক্য লিখুন।
খ) একটি সমাবেশ কখন এবং কি কারণে বেআইনী সমাবেশে পরিণত হয়?

২।
ক) জনসাধারণ কি কাউকে গ্রেফতার করতে পারে? গ্রেফতার করতে পারলে এরূপ গ্রেফতারের পদ্ধতি আলোচনা করুন।
খ) গ্রেফতারকৃত আসামীকে ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত পুলিশ কর্মকর্তা জামিনে মুক্তি দিতে পারেন বি-ব্যাখ্যা করুন।

৩। চুরি বলতে কি বুঝেন? চুরির জন্য কি কি শর্ত আবশ্যক? দন্ডবিধি, ১৮৬০ মোতাবেক চুরি সংক্রান্ত ধারাসমূহ বর্ণনা করুন।

৪।
ক) ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী রাজপথে শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ অফিসারের করনীয় কি?
খ) ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ, ১৯৭৬ অনুযায়ী রাস্তায় বা জনসাধারণের ব্যবহার্য স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টির শান্তি আলোচনা করুন।

৫।
ক) কোন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা মোটরযান সংক্রান্ত অপরাধের জন্য জরিমানা করতে পারেন এবং কি কি অপরাধের জন্য পুলিশ অফিসার জরিমানা আদায় করতে পারেন? পুলিশ অফিসার কি কি পরিস্থিতিতে মোটরযান চালকের কাগজ আটক করতে পারেন?
খ) মোটরযান দূর্ঘটনার কারণে কোন পথচারী আহত হলে চালকের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন।

৬।
ক) সরাই বলতে কি বুঝেন? একজন সরাই রক্ষকের কর্তব্যসমূহ বর্ণনা করুন। একজন সরাই রক্ষক সরাই আইন ১৮৬৭ লঙ্ঘনজনিত অপরাধ সংঘটনের পরও কোন অবস্থায় পুনরায় সরাই রক্ষকের দায়িত্ব পালন করতে পারেন?
খ) বিসিএর এ্যাক্ট অনুযায়ী চুরি ও প্রতারণার মাধ্যমে অর্জিত বস্তু দখলে রাখার শান্তি কি?