কনস্টেবল হতে এটিএসআই পদে পরীক্ষা ২০১৭ প্রশ্ন
১। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি? দেহের ক্ষেত্রে কোন পর্যায়ে এই অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়? কোন কোন ক্ষেত্রে এই অধিকার প্রয়োগ করা যায় না?
২। দুইটি প্রতিদ্বন্ধী গোষ্ঠীর লোক একই তারিখ, একই সময়, একই স্থানে সভা আহবান করে এবং উভয় পক্ষই কর্মসূচী পরিবর্তনে অস্বীকৃতি জানায়। এমতাবস্থায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উপায় ও পদ্ধতি বর্ণনা করুন।
৩।
ক) তল্লাশি বলতে কি বোঝায়?
খ) তল্লাশির আগে, তল্লাশির সময় ও তল্লাশির পরে পালনীয় বিষয়গুলো আলোচনা করুন।
৪। চুরি বলতে কি বোঝায়? চুরি কখন দস্যুতায় পরিণত হয়? চুরি, দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য লিপিবদ্ধ করুন।
৫। শান্তিরক্ষা ও সদাচরণের মুচলেকা বলতে কি বোঝায়? ফৌজদারী কার্যবিধি অনুযায়ী তা সম্পাদনের পদ্ধতি বর্ণনা করুন।
৬।
ক) একটি মোটরযানে কয়টি সার্টিফিকেট থাকা আবশ্যক ও কি কি? এরূপ সার্টিফিকেট না থাকলে মোটরযান আইনের অপরাধের ধারা সমূহ বিবৃত করুন।
খ) মোটরযান আইনের কোন কোন অপরাধের ক্ষেত্রে পুলিশ অফিসার মোটর গাড়ীর চালককে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারেন।