২০২৫ সালের কং/নায়েক থেকে এএসআই পরীক্ষা (পুস্তক ব্যতীত) প্রশ্ন

১।
(ক) নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ অনুযায়ী হেফাজতে মৃত্যু বললে কি বুঝায়?
(খ) তিনদিন পুলিশ রিমান্ড শেষে সিধেল চোর দুলালকে আদালতে হাজির করা হলে সে অভিযোগ করল যে গতরাতে পুলিশ তাকে না খাইয়ে সারারাত হাজতখানায় দাড় করিয়ে রেখে কষ্ট দিয়েছে। এ ধরণের নালিশ পেয়ে বিচারক কি কি আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং এ আইনের অপরাধ কোন আদালতে অনুষ্ঠিত হবে?

২।
(ক) ‘ক’ (২১) তার প্রেমিকা ‘খ’ ১৬ এর সাথে স্বেচ্ছায় সহবাসের ভিডিও সংগোপনে ধারণ করে তার মোবাইল ফোনে সেভ করল। ‘গ’ নামক এক ছিনতাইকারী উক্ত মোবাইল ফোনটি ‘ক’-এর নিকট হতে ছিনতাই করল এবং ভিডিওটি দেখতে পেল। ছিনতাইকারী মোবাইল কললিস্ট হতে ‘খ’ এর নম্বর সংগ্রহপূর্বক তাকে ফোন করে বিষয়টি জানিয়ে ৫০,০০০/- টাকা দাবী করলে ‘খ’ ‘ক’-এর নতুন মোবাইল নম্বর ‘গ’কে সরবরাহ করল। ‘গ’ ‘ক’ এর নতুন মোবাইল নম্বরে ফোন দিয়ে টাকা দাবী করলে ‘ক’ ছিনতাইকারীর নির্দেশিত স্থানে তাকে ৫০,০০০/- টাকা প্রদান করল এবং ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করল। কিন্তু ছিনতাইকারী গোপনে ভিডিওটির একটি কপি তার কাছে রেখে দিয়ে ‘খ’-কে সহবাসের প্রস্তাব করল। প্রস্তাবে রাজী না হলে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি প্রদান করল। এ ক্ষেত্রে কার কি অপরাধ আলোচনা করুন।
(খ) থানা হাজতখানায় আসামী রাখার পূর্বে কি কি নিয়ম অবলম্বন করা উচিত তা আলোচনা করুন।

৩।
(ক) ফৌজদারী কার্যবিধির ১৬১ ধারা মোতাবেক তদন্তকারী কর্মকর্তা কর্তৃক গৃহীত সাক্ষীর জবানবন্দি মামলা প্রমাণ/অপ্রমাণে কি ধরণের ভূমিকা রাখে তা আলোচনা করুন।
(খ) মামলা প্রমাণের দায়িত্ব বাদীর, কিন্তু মামলা যদি দণ্ডবিধিতে বর্ণিত সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে তবে তা প্রমাণের দায়িত্ব আসামীর-ব্যাখ্যা করুন।

৪।
ক) বিজিবি’র ক্যাপ্টেন ‘ক’ টেকনাফ হতে আগত একটি মাইক্রোবাস পরীক্ষা করে ২ লক্ষ পিস ইয়াবা আটক করে। আটক ব্যক্তি ওমাদক সংক্রান্ত আইনের বিধান কি?
(খ) বলপূর্বক গ্রহণ বলতে কি বুঝায়? বলপূর্বক গ্রহণ কখন দস্যুতায় পরিণত হয়?

৫। কার কি অপরাধ।
(ক) ‘ক’ ‘খ’ এর বাড়ির অপ্রাপ্ত বয়স্ক কাজের মেয়েকে লোভ দেখিয়ে খাবারে বিষ মেশাল। খাবার খেয়ে ‘খ’ মারা গেল।
(খ) রসিদনগর থানার এসআই ‘ক’ গ্রেফতারী পরোয়ানাধারী আসামী ‘খ’ এর পরিবর্তে ভুলকমে তার ছোট ভাই ‘গ’ কে গ্রেফতার করল। ভুলের বিষয়টি নিশ্চিত হওয়ার পরও ‘ক’ ‘গ’ ‘খ’ হিসেবে আদালতে চালান করল।