২০২৪ সালের কং/নায়েক থেকে এএসআই পরীক্ষা (পুস্তক ব্যতীত) প্রশ্ন

কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে পরীক্ষা ২০২৪ প্রশ্ন

বিষয়: আইন ও বিধি (পুস্তক ব্যতীত)

১।
ক) অধর্তব্য অপরাধের জন্য কখন পুলিশ কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে?
খ) বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষেত্রে পুলিশকে কি কি সাধারণ নিয়মাবলী অনুসরণ করতে হয় ব্যাখ্যা করুন।

২।
ক) এজাহার বলতে কি বুঝায়? এজাহারে সাধারণত কি কি ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়?
খ) আমলের অযোগ্য অধর্তব্য অপরাধের তদন্ত পদ্ধতি কি? আমলের অযোগ্য মামলার তদন্তকালে আসামী গ্রেফতার করা যায় কি? ব্যাখ্যা করুন।

৩।
ক) সুরতহাল রিপোর্ট কি? একটি সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতে কি কি তথ্যাবলী উল্লেখ করতে হয়?
খ) স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পদ্ধতি বর্ণনা করুন। ইহা কি সহযোগী আসামীদের বিরুদ্ধে প্রমাণ করা যায়?

৪।
ক) অপরাধমূলক ষড়যন্ত্র বলতে কি বুঝায় ব্যাখ্যা করুন।
খ) কখন পুলিশ মাদক দ্রব্যের দোকান বন্ধ করে দিতে পারে?

৫।
ক) আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কখন, কি মাত্রায় প্রয়োগ করা যায়- আলোচনা করুন।
খ) গ্রেফতারী পরোয়ানা কি? কখন NER (Non Execution Report) প্রদান করতে হয়?

আমাদের সম্পর্কে

আমরা আমাদের অ্যাপ Law School BD, ইউটিউব চ্যানেল Law School BD Official এবং ব্লগ ও ফেসবুক পেইজের মাধ্যমে আইন শিখিয়ে থাকি।


আমাদের পণ্য সমূহ

Law School BD App


প্রয়োজনীয় লিংক

About Us

Contact Us

Privacy Policy

Terms & Conditions

Disclaimer


যোগাযোগ

Law School BD

© 2025 Copyright: LawSchoolBD.org