১।
ক) অধর্তব্য অপরাধের জন্য কখন পুলিশ কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে?
খ) বিনা পরোয়ানায় তল্লাশির ক্ষেত্রে পুলিশকে কি কি সাধারণ নিয়মাবলী অনুসরণ করতে হয় ব্যাখ্যা করুন।
২।
ক) এজাহার বলতে কি বুঝায়? এজাহারে সাধারণত কি কি ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়?
খ) আমলের অযোগ্য অধর্তব্য অপরাধের তদন্ত পদ্ধতি কি? আমলের অযোগ্য মামলার তদন্তকালে আসামী গ্রেফতার করা যায় কি? ব্যাখ্যা করুন।
৩।
ক) সুরতহাল রিপোর্ট কি? একটি সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতে কি কি তথ্যাবলী উল্লেখ করতে হয়?
খ) স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পদ্ধতি বর্ণনা করুন। ইহা কি সহযোগী আসামীদের বিরুদ্ধে প্রমাণ করা যায়?
৪।
ক) অপরাধমূলক ষড়যন্ত্র বলতে কি বুঝায় ব্যাখ্যা করুন।
খ) কখন পুলিশ মাদক দ্রব্যের দোকান বন্ধ করে দিতে পারে?
৫।
ক) আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কখন, কি মাত্রায় প্রয়োগ করা যায়- আলোচনা করুন।
খ) গ্রেফতারী পরোয়ানা কি? কখন NER (Non Execution Report) প্রদান করতে হয়?