২০২৪ সালের কং/নায়েক থেকে এএসআই লিখিত পরীক্ষা প্রশ্ন-পুস্তক সহ

১।
ক) অপরাধজনক নরহত্যা ও খুনের মধ্যে পার্থক্য লিখুন।
খ) ক তার চিরশত্রু খ কে জব্দ করার জন্য গ কে ভাড়া করল এবং খ এর পায়ে গুলি করার জন্য গ কে বলল। গ সুযোগ মত খ এর পায়ে গুলি করলে খ মারা যায়। এক্ষেত্রে ক এবং গ এ দায়বদ্ধতা আলোচনা করুন।

২।
ক) ক্রাইম সিন বলতে কি বুঝায়? ক্রাইম সিন ব্যবস্থাপনার গুরুত্ব সংক্ষেপে লিখুন।
খ) মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকালে লক্ষণীয় বিষয়সমূহ উল্লেখ করুন।

৩।
ক) পুলিশ হেফাজতে থাকা আসামীর প্রদত্ত স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক হয়? সাক্ষ্য আইন, ১৮৭২ এর সংশ্লিষ্ট ধারার আলোকে উদাহরণসহ ব্যাখ্যা করুন।
খ) মৃত্যুকালীন জবানবন্দী কে, কখন, কিভাবে লিপিবদ্ধ করতে পারেন? সংশ্লিষ্ট আইন ও প্রবিধানের আলোকে ব্যাখ্যা করুন।

৪।
ক) সাইবার ক্রাইম বলতে কি বোঝায়? বাংলাদেশে সাইবার অপরাধের ধরণ ও মোটিভ সম্পর্কে আলোচনা করুন।
খ) কোন কোন ক্ষেত্রে একজন পুলিশ অফিসার সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য সমন ইস্যু করতে পারেন?-আলোচনা করুন।

৫।
ক) একজন তদন্তকারী কর্মকর্তা একটি হত্যা মামলা তদন্তকালে বুঝতে পারলেন যে, এজাহারে বর্ণিত ঘটনা মিথ্যা এবং মামলার বাদীই প্রকৃতপক্ষে খুনী-এক্ষেত্রে মামলার তদন্ত পদ্ধতি ব্যাখ্যা করুন।
খ) ক এর বিরুদ্ধে একটি খুন মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা তামিল করার জন্য পুলিশ ক এর বসতবাড়ী তল্লাশী করলে ক এর স্ত্রী খ পুলিশকে সহায়তা না করে স্বামীকে পালানো সুযোগ করে দেয়। অপরদিকে ক এর চাচা গক কে তার ঘরে লুকিয়ে রাখে। এক্ষেত্রে খ ও গ এর দায়দায়িত্ব আলোচনা করুন।

কনস্টেবল হতে এএসআই পদোন্নতি পরীক্ষার প্রশ্ন ২০২৪।

পুলিশ পদোন্নতি পরীক্ষার প্রস্তুতির পরামর্শ পেতে এই পোস্টটি পড়ুন।

পুলিশ পদোন্নতির পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য Law School BD অ্যাপ ব্যবহার করুন।