২০২৩ এর কং/নায়েক থেকে এএসআই পরীক্ষা (পুস্তক ব্যতীত) প্রশ্ন

১।
ক) সাধারণ আঘাত এবং গুরুতর আঘাত এর মধ্যে পার্থক্য লিখুন।
খ) এজাহার গ্রহণে বিলম্ব এবং ডাকাতি মামলাকে দস্যুতা বা চুরি মামলা হিসেবে রুজু করলে কি ধরণের অপরাধ হবে তা আলোচনা করুন।

২।
ক) বেআইনী সমাবেশ বলতে কি বুঝায়? জনসমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন।
খ) সাজাপ্রাপ্ত কয়েদী কত ধরণের এবং কি কি? বিভিন্ন শ্রেণীর বন্দীদের চালান এবং যাতায়াতের সময় হাতকড়া ও পায়ের বেড়ী ব্যবহার সংক্রান্ত বিধানবলি আলোচনা করুন।

৩।
ক) মৃত্যুকালীন ঘোষণা বলতে কি বুঝায়? মৃত্যুকালীন ঘোষণার যথার্থতা নির্ণয়ের মাপকাঠি বর্ণনা করুন।
খ) সাক্ষ্য আইন ১৮৭২ এবং এর সর্বশেষ সংশোধনীর আলোকে অনলাইন জিডির সাক্ষ্যমূল্য ব্যাখ্যা করুন।

৪।
ক) শিশু বিষয়ক ডেক্স কি? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য লিখুন।
খ) নয় বছরের একটি মেয়ে কিছুদিন ধরে তার মাকে কার্টুন দেখার জন্য একটি মোবাইল ফোন কিনে দিতে বলে। তার মা তাকে মোবাইল ফোন কিনে না দেয়ায় সে মায়ের কানের দুলের বিনিময়ে বাড়ীর পাশের দোকান থেকে একটি মোবাইল ফোন কিনে আনে। এক্ষেত্রে মেয়েটি এবং দোকানদারের অপরাধের আইনগত ব্যাখ্যা করুন।

৫।
ক) মানব পাচার অপরাধ তদন্তের ক্ষেত্রে প্রতিরোধমূলক অনুসন্ধান বলতে কি বুঝায়? মানব পাচার অপরাধের ক্ষেত্রে প্রতিরোধমূলক তল্লাশি ও আটকের কৌশল আলোচনা করুন।
খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২০) অনুসারে ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রত্যক্ষদর্শী সাক্ষীর জবানবন্দী লিপিবদ্ধ করার পদ্ধতি আলোচনা করুন এবং এরূপ জবানবন্দীর সাক্ষ্যমূল্য ব্যাখ্যা করুন।

কনস্টেবল হতে এএসআই পদোন্নতি পরীক্ষার প্রশ্ন ২০২৩।

পুলিশ পদোন্নতি পরীক্ষার প্রস্তুতির পরামর্শ পেতে এই পোস্টটি পড়ুন।

পুলিশ পদোন্নতির পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য Law School BD অ্যাপ ব্যবহার করুন।