২০২৩ এর কং/নায়েক থেকে এএসআই পরীক্ষা (পুস্তক সহ) প্রশ্ন

কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে পরীক্ষা ২০২৩ প্রশ্ন

বিষয়: আইন ও বিধি (পুস্তক সহ)

১।
ক) পুলিশি মামলা ও নালিশী মামলার মধ্যে পার্থক্য লিখুন।
খ) এএসআই “ক” ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী “খ” কে আটকের পর অর্থের বিনিময়ে ছেড়ে দেয়। কিছুদিন পর ছিনতাই করার সময় “খ” জনগণ কর্তৃক আটক হয় এবং জনগণ “খ” কে “গ” নামক পুলিশ অফিসারের নিকট সোপর্দ করে। কিন্তু “গ” এর অসতর্কতার কারণে “খ” হেফাজত হতে পালিয়ে যায়। এক্ষেত্রে “ক” ও “গ” এর দায়বদ্ধতা আলোচনা করুন।

২।
ক) জামিনে থাকাকালীন কোন ব্যক্তিকে কি কি কারণে একজন পুলিশ অফিসার গ্রেফতার করতে পারেন?
খ) চেকপোস্টে পুলিশের অবস্থান দেখে একজন মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এক্ষেত্রে চেকপোস্ট ইনচার্জ কি ধরণের আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন?

৩।
ক) কোন কোন ক্ষেত্রে দলিলের সত্যায়িত কপি মূল দলিলের অস্তিত্ব, অবস্থা এবং বিষয়বস্তুর সাক্ষ্য হিসেবে আদালতে প্রাসঙ্গিক হবে?
খ) “যা বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় কর্তৃক প্রস্তাবিত সিদ্ধান্তকে সমর্থন করে তা প্রাসঙ্গিক” সাক্ষ্য আইন ১৮৭২ এর আলোকে বিবৃতিটি ব্যাখ্যা করুন।

৪।
ক) Test Indentification Parade বলতে কি বুঝায়? Test Indentification Parade এর বিশ্বাসযোগ্যতা কোন কোন শর্তের উপর নির্ভর করে?
খ) হৈচৈ বিজ্ঞপ্তি বলতে কি বুঝায়? হৈচৈ বিজ্ঞপ্তি কখন ইস্যু করতে হয়?

৫।
ক) পারিবারিক কারণে কোন পুলিশ সদস্য তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে বাড়ীতে চলে যায়-এক্ষেত্রে পুলিশ সদস্যের অপরাধ ব্যাখ্যা করুন।
খ) “ক” নামক এক ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসায় অর্থ লগ্নী করার অপরাধে তদন্ত চলমান রয়েছে। তদন্তকালীন সাক্ষ্য প্রমাণে তদন্তকারী কর্মকর্তার নিকট প্রতীয়মান হয় যে, “ক” এর ব্যাংক একাউন্টে অবৈধ অর্থ রয়েছে এবং বেনামে “ক” এর কিছু সম্পত্তি রয়েছে। এক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার করণীয় আলোচনা করুন।

আমাদের সম্পর্কে

আমরা আমাদের অ্যাপ Law School BD, ইউটিউব চ্যানেল Law School BD Official এবং ব্লগ ও ফেসবুক পেইজের মাধ্যমে আইন শিখিয়ে থাকি।


আমাদের পণ্য সমূহ

Law School BD App


প্রয়োজনীয় লিংক

About Us

Contact Us

Privacy Policy

Terms & Conditions

Disclaimer


যোগাযোগ

Law School BD

© 2025 Copyright: LawSchoolBD.org