১।
ক) অপরাধমূলক অনধিকার প্রবেশ বলতে কি বুঝায়? অপরাধমূলক অনধিকার প্রবেশের ঘটনা প্রমাণে কি কি উপাদান প্রমাণক হিসাবে আবশ্যক?
খ) ‘ক’ এর বাড়ি তল্লাশি করে দুই ভরি ওজনের একটি স্বর্ণের নেকলেস পাওয়া গেল। নেকলেসটি কখন চোরাই মাল হিসাবে ঘোষিত হবে?
২।
ক) কোন কোন ক্ষেত্রে একজন জেলা ম্যাজিস্ট্রেট অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেকা সম্পাদনের নিমিত্তে কারণ দর্শানোর আদেশ দিতে পারেন?
খ) থানা হাজতে কোন আসামী আত্মহত্যা করলে দায়িত্বরত ডিউটি অফিসারের করণীয় আলোচনা করুন।
৩।
ক) কোন কোন ব্যক্তি আদালতে সাক্ষ্য প্রদানে অক্ষম?
খ) মাধ্যমিক সাক্ষ্য বলতে কি বুঝায়? কোন কোন ক্ষেত্রে দলিলের অস্তিত্ব, অবস্থা এবং বিষয়বস্তু প্রমাণে আদালতে মাধ্যমিক সাক্ষ্য প্রাসঙ্গিক বলে গ্রহণযোগ্য হবে?
৪।
ক) মুক্তি প্রাপ্ত নোটিশ বলতে কি বুঝায়? মুক্তি প্রাপ্ত নোটিশ থানায় আসার পর পুলিশের করণীয় আলোচনা করুন।
খ) অভিযুক্ত ব্যক্তিকে বিচারের জন্য আদালতে প্রেরণের সময় অভিযোগপত্রের পিছনের পাতায় কি কি তথ্য লিপিবদ্ধ করতে হবে এবং পূর্ববর্তী পরিচয়ের ক্ষেত্রে কোন কোন শিরোনাম ব্যবহার করতে হবে?
৫।
ক) পুলিশ আইন, ১৮৬১ মোতাবেক অতিরিক্ত পুলিশ বলতে কি বুঝায়? কোন বিপজ্জনক এলাকায় অতিরিক্ত পুলিশ নিয়োগ প্রক্রিয়া এবং ব্যয়ভার বহন সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন।
খ) একজন পুলিশ অফিসার সঙ্গীয় ফোর্সসহ রাতের বেলায় টহলের সময় জানতে পারেন যে কতিপয় ব্যক্তি অবৈধভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে বাজারজাত করার উদ্দেশ্যে বাজারের ভেতরের একটি গুদামঘরে নকল, মেয়াদউত্তীর্ণ ও ভেজাল প্রসাধনী সামগ্রীর কন্টেনারের গায়ে বিদেশী দামী ব্রান্ডের লেবেল লাগানোর কাজ করছে। বর্ণিত পুলিশ কর্মকর্তা উক্ত গুদামে অভিযান পরিচালনা করে উক্ত কাজে নিয়োজিত চার ব্যক্তিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। সংশ্লিষ্ট আইনের ধারা উল্লেখপূর্বক বর্ণিত পুলিশ অফিসারের করণীয় আলোচনা করুন।