২০২২ সালের কং/নায়েক হতে এএসআই পরীক্ষা (পুস্তক সহ) প্রশ্ন

১।
ক) মনুষ্য হরণ এবং অপহরণের মধ্যে পার্থক্য লিখুন।
খ) কালেক্টর ‘গ’ এর আদালতে ক নামক জনৈক চৌকিদারের একটি সেটেলমেন্ট মোকদ্দমা বিচারাধীন রয়েছে। এদিকে ‘ক’ এর বাড়ীতে ‘গ’ ভাড়া থাকেন। ‘গ’ তুলনামূলক মাসিক ভাড়ার অর্ধেক প্রদান করেন। ‘খ’ একই কালেক্টরেটের অপর এক সরকারী কর্মচারী। ‘খ’ ‘ক’ এর এলাকায় পরোয়ানা তামিলের জন্য এলে উক্ত এলাকার জনৈক বাসিন্দা ‘ঘ’ তাকে ‘ক’ এর নিকট নিয়ে যান এবং গোপনে মোবাইল ফোনে পরোয়ানাধারীকে সংবাদ জানিয়ে দেন। ‘ক’ ‘গ’ এর পরিচয় প্রকাশ করেন এবং তার বাসায় ভাড়া থাকে মর্মে অবহিত করে ‘খ’ কে পরোয়ানা তামিল না করার অনুরোধ করে উৎকোচ প্রদানের প্রস্তাব করেন। ‘খ’ উতকোচ গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করেন। ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্টদের আইনগত বাধ্যবাধকতা নিরূপন করে কার কি অপরাধ ব্যাখ্যা করুন।

২।
ক) মফস্বল ডায়েরী বলতে কি বুঝায়? মফস্বল ডায়েরীতে সাধারণত কি কি বিষয় উল্লেখ করতে হয়?
খ) ফৌজদারী অপরাধে বিচারাধীন মামলার পলাতক অভিযুক্তের বিরুদ্ধে আদালত কর্তৃক ইস্যুকৃত পরোয়ানা নিষ্পত্তির পদ্ধতি আলোচনা করুন।

৩।
ক) কি কি কারণে অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে বিবেচিত হবে না?
খ) সাক্ষীর সচ্চরিত্র এবং অসচ্চরিত্র কখন, কিভাবে প্রাসঙ্গিক? ধর্ষণ মামলার ভিকটিমের অসচ্চরিত্রের বিষয়ে আদালতে কোন সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কি না তা আলোচনা করুন।

৪।
ক) এক ব্যক্তি ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে কিশোরীর উপর এসিড নিক্ষেপ করে গুরুতর আহত করে। এ ক্ষেত্রে ধর্ষণের চেষ্টা এবং এসিড নিক্ষেপ করে আহত করা এ ঘটনাদ্বয়ের অপরাধ তদন্ত পদ্ধতি আলোচনা করুন।
খ) ‘ক’ জনৈক নারী ‘খ’ কে ওটিটি প্লাটফর্মে সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে নগদ অর্থ প্রদান করে অশ্লীল ছবি ধারণের সম্মতি আদায় করে। অতপর ‘ক’ তার ৫/৬ জন বন্ধুসহ একটি পরিত্যক্ত জমিদার বাড়ীতে ‘খ’ এর ভিডিও চিত্র ধারণ করেছে মর্মে টহল দলের ইনচার্জের নিকট সংবাদ আসে। এ বিষয়ে টহল দলের ইনচার্জের আইনগত করণীয় আলোচনা করুন।

৫।
ক) ‘ক’ তার বান্ধবী ‘খ’ কে নিয়ে নিজে প্রাইভেটকার ড্রাইভ করে হাতিরঝিল এলাকায় গিয়ে রাস্তার পাশে গাড়ী পার্কিং করে উচ্চ আওয়াজে গান বাজাচ্ছিল। এ সময় জনৈক ‘গ’ ‘খ’ কে উত্যক্ত করলে ‘ক’ প্রতিবাদ করে এবং তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে ‘ক’ তার বান্ধবীসহ ঘটনাস্থল হতে চলে যায় এবং কিছুক্ষণ পর ‘ক’ কয়েকজন বন্ধুসহ পুনরায় হাতিরঝিল এলাকায় এসে ‘গ’ কে আক্রমণের চেষ্টা করে। ‘গ’ দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালবেলা ‘গ’ তার ৬/৭ জন সহপাঠি নিয়ে ‘ক’ এর কোচিং সেন্টারের সামনে ‘ক’ কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। উল্লেখ্য, তাদের সকলেই বয়সই ১৮ বছরের নিচে। এক্ষেত্রে কার কি অপরাধ সংশ্লিষ্ট আইনের আলোকে ব্যাখ্যা করুন।
খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২০) এর ২২ ধারায় ভিকটিম কর্তৃক ধর্ষণ অভিযোগের সপক্ষে জবানবন্দী থাকা সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা চূড়ান্ত রিপোর্ট দাখিল করতে পারেন কি-আলোচনা করুন