১।
ক) আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝায়? কখন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যায় না?
খ) কখন কিভাবে একটি বৈধ সমাবেশ অবৈধ সমাবেশে পরিণত হয়?
২।
ক) এজাহার বলতে কি বোঝায়?
খ) আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় আসলে কোন স্তরের কর্মকর্তা কিভাবে এজাহার গ্রহণ করবেন এবং কি কি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে এজাহার লিপিবদ্ধ করবেন আলোচনা করুন।
৩।
ক) হত্যা মামলা প্রমাণের ক্ষেত্রে লাশের আবশ্যকতা কতটুকু আলোচনা করুন।
খ) ফৌজদারী মামলার আসামী কর্তৃক পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি কোন পরিস্থিতিতে কিভাবে আদালতে প্রাসঙ্গিক হবে?
৪।
ক) মাছ বাজারে সেক্রেটারীর অফিস কক্ষে মাছ ব্যবসায়ীরা জুয়া খেলছে মর্মে গোপন খবরের ভিত্তিতে অফিসার ইনচার্জ একটি টিম পাঠিয়ে অভিযান পরিচালনা করলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার সরঞ্জামাদিসহ সকলেই স্থান ত্যাগ করল। অভিযানে কোন কিছু পাওয়া গেল না। এক্ষেত্রে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা পরবর্তী আইনগত পদ্ধতি আলোচনা করুন।
খ) লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রসহ পুলিশ কোন ব্যক্তিকে কোন পরিস্থিতিতে গ্রেফতার করতে পারে?
৫।
ক) ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তার তদন্ত প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনালের নিকট প্রতীয়মান হল যে, ন্যায় বিচারের স্বার্থে কোন একজন আসামীকে সাক্ষী করা বাঞ্চনীয়। এক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা তদন্ত সংক্রান্ত কোন দায়-দায়িত্ব আছে কিনা বর্ণনা করুন।
খ) পুলিশ আইন ১৮৬১ অনুযায়ী একজন পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে?