১।
ক) চুরি এবং বলপূর্বক গ্রহণের মধ্যে পার্থক্য লিখুন।
খ) এলাকায় বসবাসকারী বিত্তবান মজুমদার সাহেবের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে বহু সংখ্যক আগুন্তুক গ্রামে প্রবেশ করেছে মর্মে গ্রাম্য চৌকিদার নাদের আলীর নিকট তথ্য ছিল। নাদের আলী ইচ্ছাকৃতভাবে থানার অফিসার ইনচার্জকে সঠিক সংবাদটি না জানিয়ে পক্ষান্তরে জানান যে, সন্দেহভাজন কিছু খারাপ চরিত্রের লোক অনিষ্ট করার জন্য এই এলাকার মধ্য দিয়ে প্রবেশ করে চলে গিয়েছে। এক্ষেত্রে চৌকিদার হিসাবে নাদের আলীর আইনগত কি করণীয় ছিল এবং না করায় কি ধরণের অপরাধ হয়েছে-ব্যাখ্যা করুন।
২।
ক) কেস ডায়রী বলতে কি বুঝায়? কেস ডায়রী না লিখে মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করা যাবে কিনা-ব্যাখ্যা করুন।
খ) সমন বলতে কি বোঝায়? সরকারী কর্মচারীর প্রতি সমন জারীর পদ্ধতি আলোচনা করুন।
৩।
ক) স্বীকৃতি ও স্বীকারোক্তির মধ্যে পার্থক্য করুন।
খ) জনৈক রহিম সিলেট মহানগর এলাকায় একটি অপরাধ করার দায়ে অভিযুক্ত হয়ে তিনি অপরাধ সংঘটনের তারিখে ঢাকা হতে তার লেখা চিঠি এবং উক্ত চিঠিতে ঢাকার পোষ্ট অফিসের ডাক চিহ্ন দেয়া চিঠি উপস্থাপন করলেন। এ ঘটনার আইনগত ব্যাখ্যা করুন।
৪।
ক) একজন শিশু অপরাধী গ্রেফতারের আইনগত বাধ্যবাধকতা কি? গ্রেফতারের পর পুলিশ কর্মকর্তার করণীয় আলোচনা করুন।
খ) ডোপ টেস্টে কোন মাদকাসক্ত ব্যক্তি পজিটিভ হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে কি ধরণের ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে।
৫।
ক) নিরীক্ষণে আছে এমন ব্যক্তিদের সম্পর্কে পুলিশ অফিসারের দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করুন।
খ) ‘ক’ নামক একটি মেয়ে আত্রাই থানায় এসে অভিযোগ দায়ের করল যে, ‘খ’ নামক এক ব্যক্তি তার ছবি ও নাম ব্যবহার করে একটি ফেইসবুক আইডি খুলে বিভিন্ন অশ্লীল ও মানহানিকর ছবি ও লেখা পোষ্ট দিচ্ছে। এছাড়া ‘ক’ এর ফেইসবুকের বিভিন্ন বন্ধুদের মেসেঞ্জারে অশ্লীল ছবি ও ভিডিও এডিট করে পাঠাচ্ছে। এগুলো বন্ধ করতে হলে ‘খ’ কে ১,০০,০০০/- টাকা দিতে হবে মর্মে ‘খ’ ‘ক’ এর মেসেঞ্জারে মেসেজ পাঠিয়েছে। এক্ষেত্রে ‘ক’ এর আইনগত সুরক্ষার বিষয়টি আলোচনা করুন।