১।
ক) আদালত কখন সমনের পরিবর্তে পরোয়ানা ইস্যু করতে পারে?
খ) সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য লিখুন।
গ) রাতের বেলায় একটি গৃহে দস্যুতা করার জন্য ৩ জন দস্যু রহমতপুর গ্রামের লস্কর বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে। গৃহকর্তা টের পেয়ে সদর দরজা শক্তভাবে লাগিয়ে দেন এবং মোবাইল ফোনে এলাকাবাসীকে সহযোগিতার জন্য অনুরোধ করে। এলাকাবাসী দ্রুত এসে দস্যুদের ঘেরাও করে ফেলে। গৃহকর্তার ছেলে রাকিব (২০) ঘর থেকে বেরিয়ে এসে সাহসী ভূমিকা নিয়ে একজন দস্যুকে আটক করার চেষ্টা করে। দস্যুদল তাকে বাধা প্রদান করে এবং ক নামক একজন দস্যু রাকিবকে দা দিয়ে আঘাত করার চেষ্টা করলে রাকিব উক্ত দস্যুকে রড দিয়ে পাল্টা আঘাত করে। ফলে দস্যু ক ঘটনাস্থলে মারা যায়। সংঘটিত ঘটনায় দস্যুদল, গৃহকর্তা এবং রাকিবের কার্যক্রম আইনের ভিত্তিতে ব্যাখ্যা করুন।
২।
ক) তল্লাশি পরোয়ানা বলতে কি বুঝায়?
খ) আলীকদম থানার অফিসার ইনচার্জ গোপন তথ্যের ভিত্তিতে এএসআই ইমরানকে ৩ জন কনস্টেবলসহ আলীকদম থানাধীন নন্দীপুর গ্রামের জনৈক রফিক মাতুব্বরের বাড়ীতে তল্লাশি পরিচালনার জন্য প্রেরণ করেন। এএসআই উক্ত গৃহে তল্লাশি পরিচালনা করতে চাইলে রফিক মাতুববরের আত্মীয় স্বজন বাধা প্রদান করে।
১) এএসআই ইমরান গৃহ তল্লাশির জন্য কি ধরণের আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারবে?
২) গৃহ তল্লাশিকালে এএসআই ইমরান ১৮ বছর বয়স্ক একজন নারীর মৃতদেহ পেল। এক্ষেত্রে এএসআই ইমরান ফৌজদারী কার্যবিধি আইনের আলোকে কি ব্যবস্থা গ্রহণ করবে?
৩।
ক) থানায় ব্যবহৃত কোন কোন রেজিস্টার কি কারণে দালিলিক সাক্ষ্য হিসাবে আদালতে গ্রহণযোগ্য হবে।
খ) আদালতে কোন একটি মামলার বিচার চলাকালে উক্ত মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ‘ক’ কে বিবাদী পক্ষের এডভোকেট জেরার করার সময় ‘ক’ একজন ডাকাত মন্তব্য করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন কিনা-সাক্ষ্য আইনের ভিত্তিতে ব্যাখ্যা করুন।
৪।
ক) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২০) এর অধীনে রুজুকৃত মামলার সাক্ষীর প্রতি সমন বা ওয়ারেন্ট জারির পদ্ধতি আলোচনা করুন।
খ) ‘ক’ এক ব্যক্তির প্ররোচনায় ‘খ’ নামক ২৬ বছর বয়সী একজন মহিলা ‘গ’ নামক এক ব্যক্তির সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার জন্য আদালতে একটি মামলা দায়ের করেন। বিচার কার্যক্রম শেষে মামলার ঘটনা সত্য নয় মর্মে আদালত রায় প্রদান করেন। এক্ষেত্রে ‘ক’ ও ‘খ’ দ্বয়ের বিরুদ্ধে কি ধরণের আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে?
৫।
ক) কোন সাব-ইন্সপেক্টর ভুয়া রেজিস্ট্রেশন সম্বলিত একটি মোটরযান আটক করেন। উক্ত সাব-ইন্সপেক্টর কিভাবে আটককৃত মোটরযানটি নিষ্পত্তি করবেন তার পদ্ধতি বর্ণনা করুন।
খ) সরকারি দায়িত্ব পালনে একজন পুলিশ অফিসার কর্তৃক লাইসেন্স ব্যতীত অস্ত্র বহনের আইনগত ভিত্তি আলোচনা করুন।