২০২০ সালের কং/নায়েক থেকে এএসআই পরীক্ষা (পুস্তক সহ) প্রশ্ন

১।
ক) আদালত কখন সমনের পরিবর্তে পরোয়ানা ইস্যু করতে পারে- ফৌজদারী কার্যবিধির আলোকে আলোচনা করুন।
খ) আইনসঙ্গত হেফাজত হতে আসামী পলায়ন করলে পুলিশ অফিসারের করণীয় সম্পর্কে আলোচনা করুন।

২।
ক) ‘ক’ চুরির উদ্দেশ্যে একটি বাড়ীতে রাতের আধারে প্রবেশ করল। বাড়ীর মালিক জেগে উঠায় ‘ক’ চুরি না করে পালিয়ে গেল। ‘ক’ এর অপরাধ ব্যাখ্যা করুন।
খ) এসআই রহিম সঙ্গীয় ফোর্সসহ আসামী গ্রেফতারের সময় জব্বার নামক একজন বেসরকারী লোকের সাহায্য দাবী করল। জব্বার ইচ্ছাকৃতভাবে সাহায্য প্রদানে অপারগতা জ্ঞাপন করল। জব্বারের অপরাধ কী হবে ব্যাখ্যা করুন।

৩।
ক) ফটোগ্রাফি ও ভিডিও কিসের ভিত্তিতে এবং কোন আইনের সাক্ষ্য হিসাবে বিচারিক আদালতে গ্রহণযোগ্য হবে।
খ) রুস্তম নামক জনৈক ব্যক্তি তার বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে উক্ত মামলার মূল আসামী বাদশা চেয়ারম্যানের নিকট হতে ১,০০,০০০/- টাকা নগদ গ্রহণ করে ঘটনার সাথে নিরপরাধ তোতা মিয়ার সংশ্লিষ্টতা আছে মর্মে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করল। রুস্তমের জবানবন্দী আদালতে প্রাসঙ্গিক হবে কিনা তা সংশ্লিষ্ট আইনের ভিত্তিতে আলোচনা করুন।

৪।
ক) মাদারীপুর জেলার মোস্তফাপুর মোড়ে জনৈক ব্যবসায়ী দীন মোহাম্মদ তার ছেলের খতনা অনুষ্ঠান উপলক্ষ্যে রাস্তার উপর গরু জবাই করল। উক্ত ব্যবসায়ী কি ধরণের অপরাধ করেছেন তা ব্যাখ্যা করুন।
খ) পুলিশ আইন, ১৮৬১ অনুযায়ী পুলিশ অফিসার সভা-সমাবেশ নিয়ন্ত্রণে কী ধরণের ব্যবস্থা গ্রহণ করতে পারেন?

৫।
ক) ধর্ষণের ফলে জন্ম গ্রহণকারী শিশুর পিতৃত্বের দায় কিভাবে নিরূপিত হবে?
খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী পরোয়ানা ব্যতীত তল্লাশি পরিচালনার জন্য কারা ক্ষমতাবান? এই আইন অনুযায়ী পরোয়ানা ব্যতীত তল্লাশি পরিচালনার পদ্ধতি বর্ণনা করুন।