কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে পরীক্ষা ২০১৯ প্রশ্ন
বিষয়: আইন ও বিধি (পুস্তক ব্যতীত)
১।
ক) অপরাধ কি? ধর্তব্য অপরাধ নিবারণে পুলিশ অফিসারের দায়িত্ব ও ক্ষমতা বর্ণনা করুন।
খ) ধর্তব্য অপরাধ নিবারণে একজন ইন্সপেক্টরের সাথে অফিসার ইনচার্জের ক্ষমতার কি ধরণের পার্থক্য রয়েছে তা উল্লেখ করুন।
২।
ক) বেআইনী সমাবেশ বলতে কি বুঝায়? অবৈধ জনতাকে ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে গুলিবর্ষণের পূর্বে উপস্থিত পুলিশ পার্টি ইনচার্জের করণীয় আলোচনা করুন।
খ) একজন এএসআই কোন একটি বেআইনী সমাবেশের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কতিপয় ব্যক্তিকে আটক করলেন। কোন কোন বিষয় বিবেচনা করে উক্ত এএসআই প্রমাণ করবেন যে, আটককৃত সকলেই বেআইনী সমাবেশের জন্য দায়ী?
৩।
ক) মৌখিক সাক্ষ্য ও দালিলিক সাক্ষ্যের মধ্যে পার্থক্য লিখুন।
খ) বিচারকালীন সাক্ষীকে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে এবং কখন করা যাবে না আলোচনা করুন।
৪।
ক) একজন পুলিশ অফিসার কোন আইনে কি পদ্ধতিতে জনগণের ব্যক্তিগত মোটরযান রিকুইজেশন করতে পারে?
খ) জনগণের ব্যক্তিগত মোটরযান রিকুইজেশনের ক্ষেত্রে মেট্রোপলিটন এলাকার পুলিশ কমিশনার ও জেলার পুলিশ সুপারের মধ্যে ক্ষমতার তুলনা করুন।
৫।
ক) কমান্ড সার্টিফিকেট কলতে কি বুঝায়? পুলিশী কার্যক্রমে সাধারণ কি কি ধরণের কমান্ড সার্টিফিকেট ইস্যু করা হয়?
খ) ঢাকা নিউমার্কেটের মূল ফটকে কোন এক শুক্রবার আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনি সিসি ইনচার্জ হিসেবে দায়িত্ব পেলেন। এ ক্ষেত্রে নিউমার্কেট এলাকায় গিয়ে আপনি কি ধরণের কার্যক্রম গ্রহণ করবেন তার আইনগত ভিত্তি লিখুন।
৬। টীকা লিখুনঃ
ক) দেহ তল্লাশি
খ) বলপূর্বক গ্রহণ
গ) রাজসাক্ষী
ঘ) বিস্ফোরক দ্রব্য