কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে পরীক্ষা ২০১৯ প্রশ্ন
বিষয়: আইন ও বিধি (পুস্তক সহ)
১।
ক) আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কী বুঝায়? কোন কোন ক্ষেত্রে ব্যক্তিগত আত্তরক্ষার জন্য আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটানো যায়?
খ) একজন মহিলা ধর্ষণ থেকে বাচার জন্য ধর্ষককে গুরুতর আঘাত করল। ধর্ষক পালিয়ে গিয়ে মহিলার বিরুদ্ধে থানায় গুরুতর জখমের অভিযোগ দাখিল করল। থানার অফিসার ইনচার্জ দুটি বিষয় সম্পর্কেই অবহিত হলেন। এক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ কি ধরণের ব্যবস্থা গ্রহণ করবেন?
২। পেট্রোল ডিউটিকালীন একজন এএসআই জাধুখালি ইউনিয়ন পরিষদের মোস্তফা মেম্বারের নিকট হতে মোবাইল ফোনে জানতে পারলেন যে, রহিমপুর গ্রামে জনৈক রব কাজীর বাড়িতে তার স্ত্রী গলায় ফাস দিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর রব কাজীর আত্মীয়-স্বজন বিষয়টি আত্মহত্যা বলে উক্ত এএসআই অবহিত করল। অপরদিকে ফোনে মৃতার বাবা এএসআইকে জানান যে, মৃতার স্বামী রব কাজী তার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যাকান্ড ঘটিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে। এএসআই হিসেবে মৃতার সুরতহাল রিপোর্ট প্রস্তুত ও ঘটনাস্থল পরীক্ষা পদ্ধতি আলোচনা করুন।
৩।
ক) কোন কোন কারণে অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি তার বিরুদ্ধে গ্রহণীয় সাক্ষ্য হয় না?
খ) একজন কনস্টেবল/এএসআই কি মৃত্যুকালীন জবানবন্দি গ্রহণ করতে পারেন? গ্রহণ করতে পারলে পদ্ধতি কি হবে তা আলোচনা করুন।
৪।
ক) একজন পুলিশ অফিসারকে কি কি কারণে গুরুদন্ড প্রদান করা যায়?
খ) ফৌজদারী মামলার অভিযোগপত্র দাখিলের পর মামলা প্রত্যাহার করা যায় কি? প্রত্যাহার করা গেলে পুলিশ অথবা প্রসিকিউটর কর্তৃক অনুসরণীয় পদ্ধতি আলোচনা করুন।
৫।
ক) কোন পরিস্থিতিতে একজন পুলিশ অফিসার লাইসেন্সধারী ব্যক্তিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করতে পারেন?
খ) ‘ক’ নামক এক ব্যক্তি ‘খ’ কে হত্যার উদ্দেশ্যে একটি অবৈধ পিণ্ডলসহ রওনা হলো। পথিমধ্যে পুলিশ চেকপোষ্টে ‘ক’ পিস্তলসহ ধৃত হলে জিজ্ঞাসাবাদে ‘ক’ পুলিশের নিকট ঘটনা স্বীকার করল। এক্ষেত্রে ‘ক’ এর অপরাধ বর্ণনা করুন।
৬। পার্থক্য লিখুন:
ক) ধর্ষণ ও ব্যভিচার
খ) বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয়
গ) তথ্যগত ভুল ও আইনগত ভুল
ঘ) জেল প্যারেড ও টিআই প্যারেড