২০১৮ সালের কং/নায়েক থেকে এএসআই পরীক্ষা (পুস্তক ব্যতীত) প্রশ্ন

কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে পরীক্ষা ২০১৮ প্রশ্ন

বিষয়: আইন ও বিধি (পুস্তক ব্যতীত)

১। পুলিশ আইন, ১৮৬১ অনুসারে কি কি অপরাধের জন্য একজন অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেফতার করা যায় ধারাসহ বর্ণনা করুন।

২। কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তিকে খুন করলেও দন্ডবিধি অনুসারে কোন অপরাধ হবে না- আলোচনা করুন।

৩।
ক) সাক্ষ্য বলতে কি বোঝায়? সাক্ষ্য কত প্রকার ও কি কি? একজন বোবা লোক কি আদালতে সাক্ষ্য প্রদান করতে পারে- আলোচনা করুন।
খ) আদালতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়?

৪। অপমৃত্যু মামলা কি? অপমৃত্যু মামলা কিভাবে রুজু করতে হয়? অপমৃত্যু মামলা তদন্তের প্রক্রিয়া বর্ণনা করুন।

৫।
ক) পুলিশ কখন মাদকদ্রব্যের দোকান বন্ধ করে দিতে পারে?
খ) ‘ক’ নামক একজন ব্যক্তি ‘খ’ নামক একজন কলেজ ছাত্রীকে জোরপূর্বক একটি কক্ষে ধর্ষণ করার চেষ্টা করে। ‘খ’ এর চিৎকারে লোকজন আসলে ‘ক’ পালিয়ে যায়। ‘ক’ এর অপরাধ আলোচনা করুন।

৬। পার্থক্য লিখুনঃ
ক) প্রতারণা ও বিশ্বাসভঙ্গ
খ) সাধারণ অভিপ্রায় ও সাধারণ উদ্দেশ্যে
গ) আইনগত ভুল ও তথ্যগত ভুল
ঘ) অনুসন্ধান ও তদন্ত
ঙ) স্বীকৃতি ও স্বীকারোক্তি