কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে পরীক্ষা ২০১৮
বিষয়: আইন ও বিধি (পুস্তক সহ)
১। গ্রেফতার বলতে কি বোঝায়? গ্রেফতারের পূর্বে, গ্রেফতারের সময় এবং গ্রেফতার পরবর্তী পুলিশ অফিসারের করণীয়সমূহ আলোচনা করুন।
২।
(ক) চুরি কখন দস্যুতার সামিল?
(খ) ‘ক’ একটি গৃহ হতে চাউল চুরি করে নিয়ে যাওয়ার পথে ‘খ’ এর নিকট ধরা পড়লো। ‘ক’ তখন চাউল ফেলে দিয়ে ‘খ’ কে ছুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে গেল। ‘ক’ এর অপরাধ আলোচনা করুন।
৩। কোন কোন ক্ষেত্রে পুলিশের নিকট দেয় আসামীর জবানবন্দী সাক্ষ্য আইন অনুযায়ী গ্রহণযোগ্য হবে? এজাহার, ঘটনাস্থলের মানচিত্র এবং জেনারেল ডায়েরী সাক্ষ্য আইনে কখন প্রাসঙ্গিক হবে?
৪।
(ক) যৌননিপীড়ন অপরাধের জন্য শান্তির বিধানসমূহ আলোচনা করুন।
(খ) নির্যাতিত নারী ও শিশু পরিচয় এবং ছবি সংবাদপত্রে প্রকাশ করার বিষয়ে বিধি-নিষেধ আলোচনা করুন।
৫।
(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ মোতাবেক অপরাধ তদন্তের সময়সীমা সম্পর্কে বিধানসমূহ আলোচনা করুন।
(খ) কখন বা কোন কোনে ক্ষেত্রে অ্যালকোহল আমদানি-রপ্তানি বা পানের ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান প্রযোজ্য হবে না?
৬। টিকা লিখুনঃ
ক) আইটি ফরেনসিক
খ) মডাস অপারেন্ডি
গ) সিডিআর এ্যানালাইসিস
ঘ) পারিবারিক সহিংসতা
ঙ) প্ররোচনা ও ষড়যন্ত্র