কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে পরীক্ষা ২০১৭ প্রশ্ন
বিষয়: আইন ও বিধি (পুস্তক ব্যতীত)
১। জেনারেল ডাইরী কাকে বলে? জেনারেল ডাইরী কে কে লিপিবদ্ধ করতে পারে? জেনারেল ডাইরীর সাক্ষ্যগত মূল্য আলোচনা কর।
২। ধর্তব্য অপরাধ ও অধর্তব্য অপরাধ বলতে কি বুঝ? ধর্তব্য অপরাধ ও অধর্তব্য অপরাধ তদন্ত প্রত্রিয়া আলোচনা কর।
৩। সুরতহাল রিপোর্ট কাকে বলে? সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার নিয়মাবলী আলোচনা করুন।
৪। কোন কোন ক্ষেত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারেন? পুলিশ অফিসার আগ্নেয়াস্ত্র ব্যবহারের পর কি কি ব্যবস্থা গ্রহণ করবেন?
৫। মৃত্যুকালীন জবানবন্দী কাকে বলে? উহা কে কে লিপিবদ্ধ করতে পারেন? মৃত্যুকালীন জবানবন্দী লিপিবদ্ধ করার নিয়মাবলী আলোচনা করুন।
৬। টিকা লিখুন:
ক) টিআই প্যারেড
খ) দস্যুতা
গ) স্বীকৃতি
ঘ) কমিউনিটি পুলিশ