কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে পরীক্ষা ২০১৭ প্রশ্ন
বিষয়: আইন ও বিধি (পুস্তকসহ)
১। অপমৃত্যু মামলা তদন্ত পদ্ধতি আলোচনা করুন। ফাঁস দিয়ে আত্মহত্যার ক্ষেত্রে ঘটনাস্থল হতে কি কি আলামত জব্দ করা প্রয়োজন বর্ণনা করুন।
২। পুলিশ আইন, ১৮৬১ অনুযায়ী নিবারণমূলক পুলিশি কার্যক্রমসমূহ কি কি? কোন পর্যায়ের কর্মকর্তা নিবারণমূলক কার্যক্রম গ্রহণ করতে পারেন, তা আলোচনা করুন।
৩। আত্মরক্ষার অধিকার কি? এ অধিকার বলে কোন চোরের মৃত্যু ঘটানো যাবে কি? এ অধিকার রক্ষার কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায় তা দন্ড বিধির আলোকে আলোচনা করুন।
৪। তদন্তের উদ্দেশ্য কি? কে কে তদন্ত করতে পারে? একটি মামলা রুজু থেকে নিষ্পত্তি পর্যন্ত তদন্তের স্তরসমূহ বর্ণনা করুন।
৫।
ক) সাক্ষ্য বলতে কি বুঝ? আদালতে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়? একজন বোবা লোক বা অল্পবয়স্ক বালক বা অতি বৃদ্ধ লোক কি সাক্ষ্য দিতে পারে?
খ) পুলিশ হেফাজতে প্রদত্ত স্বীকারোক্তি কখন প্রাসঙ্গিক।
৬। টিকা লিখুনঃ
ক) হৈ চৈ বিজ্ঞপ্তি
খ) অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
গ) সাইবার ক্রাইম
ঘ) মানব পাচার