১।
ক) আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আক্রমনের অজুহাতে নহে। ব্যাখ্যা করুন।
খ) অবৈধ আক্রমণের শান্তি কি?
গ) ‘ক’ একজন মৃত ব্যক্তির উইল কার্যকরী করার ভারপ্রাপ্ত হয়ে উইলে সম্পদ বন্টনের জন্য আইনের নির্দেশনা অসংগতভাবে লঙ্ঘন করে উক্ত সম্পত্তি আত্মসাৎ করে। ‘ক’ এর অপরাধ ও শান্তি কি?
২।
ক) ড্রাইভিং লাইসেন্স কি? ড্রাইভিং লাইসেন্স কত ধরণের হয়ে থাকে? ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালনার বিধি নিষেধসমূহ আলোচনা করুন।
খ) সড়ক পরিবহণ আইন ২০১৮ এর আলোকে পুলিশ অফিসার কোন অপরাধের দায়ে কোন ব্যক্তির উপর জরিমানা করতে পারেন।
গ) মোটরযান চালক এবং কন্ডাক্টরের নিয়োগের শর্ত কি কি?
৩।
ক) বেআইনী সমাবেশের উপর গুলিবর্ষণের আগে ও পরে উপস্থিত ম্যাজিস্ট্রেট ও পুলিশ দলনেতার কর্তব্য বর্ণনা করুন।
খ) বিনা লাইসেন্সে কি আগ্নেয়াস্ত্র বহণ করা যায়?
গ) অস্ত্রের লাইসেন্স কখন বাতিল করা যায়?
৪।
ক) চুরির ৫টি বৈশিষ্ট্য উল্লেখ করুন।
খ) খুন অপরাধ বলে গণ্য হবে না এমন ১০টি অবস্থা উল্লেখ করুন।
গ) হত্যা মামলার আসামী ‘ক’ চার্জশিট হতে নাম বাদ দেয়ার জন্য তদন্তকারীকে বিশ হাজার টাকা ঘুষ দিতে চাইলে তদন্তকারী তা গ্রহণে অস্বীকৃতি জানায়। এক্ষেত্রে কে কি অপরাধ করল?
৫। টিকা লিখুন।
ক) অবৈধ আটক
খ) ক্রোক
গ) বিশেষ পুলিশ
ঘ) গণ-উপদ্রব
৬) টিআই প্যারেড