এটিএসআই হতে টিএসআই পদে পরীক্ষা ২০২৩ প্রশ্ন
১।
ক) জব্দ তালিকা বলতে কি বুঝায়?
খ) একটি নির্ভুল জব্দ তালিকা প্রস্তুতের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় উপাদানসমূহ আলোচনা করুন।
গ) নারী ও শিশুর দেহ তল্লাশির ক্ষেত্রে আইনগত পদ্ধতি আলোচনা করুন।
২।
ক) ‘ক’ নামক একজন টিএসআই চাকরি হতে অবসর নেয়ার পর ‘খ’ এর সাথে পার্টনারশিপে একটি মোটর ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠা করেন। খ লাইসেন্স প্রদানকারী প্রতিষ্ঠানে পূর্বে চাকরি করতেন। প্রথম মাসে ২০ জন প্রশিক্ষণার্থী তাদের স্কুলে ভর্তি হয়। ক এর প্রস্তুতকৃত পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পরিকল্পনা অনুযায়ী কওখ দুজনে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান শুরু করেন। এক্ষেত্রে মোটরযান ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠা এবং প্রশিক্ষণ শুরুর পূর্বে কি কি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা ছিল তা উল্লেখ করুন।
খ) জনৈক টিএসআই রূপসা ব্রিজের সন্নিকটে ট্রাফিক ডিউটিকালীন মাল বোঝাই একটি ট্রাক থামানোর পর কাগজপত্র পরীক্ষা করে দেখতে পান যে, ট্রাকটির ধারণ ক্ষমতা ৫ টন। কিন্তু বোঝাইকৃত মালামালের উচ্চতা এবং পরিমাণ দেখে ট্রাকটি আপাতদৃষ্টে অতিরিক্ত ওজন বহন করছে মর্মে ডিউটিরত টিএসআই এর নিকট প্রতীয়মান হয়। এক্ষেত্রে দায়িত্বরত টিএসআই কি ধরণের ব্যবস্থা গ্রহণ করবেন?
গ) রিকুইজিশন বলতে কি বুঝায়? রিকুইজিশনের পূর্বশর্ত কি কি? ঢাকা মহানগর এলাকায় যানবাহন রিকুইজিশন পদ্ধতি আলোচনা করুন।
৩।
ক) অপরাধজনক নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্য লিখুন।
খ) বেআইনী সমাবেশ এবং দাঙ্গা মোকাবেলার জন্য আইনগতভাবে পুলিশ কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে?
গ) ক গহনা চুরির অভিপ্রায়ে একটি গহনার বাক্স ভেঙ্গে দেখল যে সেটিতে কোন গহনা নেই। এক্ষেত্রে ক এর সংঘটিত অপরাধ ব্যাখ্যা করুন।
৪।
ক) কোন কোন ক্ষেত্রে পুলিশকে সাহায্য করতে জনগণের আইনগত বাধ্যবাধকতা রয়েছে?
খ) পুলিশ আইন ১৮৬১ অনুযায়ী কোন কোন অপরাধ সংঘটনের কারণে পুলিশ কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে?
গ) অপরাধীকে শনাক্তকরণ এবং অপরাধ নিয়ন্ত্রণে অসৎ চরিত্রের লোকদের তালিকার গুরুত্ব আলোচনা করুন।
৫। টিকা লিখুনঃ
ক) অপরাধমূলক অনধিকার প্রবেশ
খ) এক্সপ্রেস ক্যারিজ
গ) তদন্ত
ঘ) ট্রাফিক সংকেত
ঙ) খসড়া মানচিত্র