২০২২ সালের এটিএসআই হতে টিএসআই লিখিত পরীক্ষার প্রশ্ন

১।
ক) অনুসন্ধান এবং তদন্তের মধ্যে পার্থক্য লিখুন।
খ) বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ এবং সমাবেশ হতে গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশ অফিসারের আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিধি আলোচনা করুন।
গ) কখন আদালত সমনের পরিবর্তে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করতে পারেন?

২।
ক) সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীন সংঘটিত কোন ধরণের অপরাধের ক্ষেত্রে ক্ষমতাপ্রাপ্ত কোন মোটরযান পরিদর্শক অভিযোগ গঠন করে অভিযোগনামার এক কপি অভিযুক্ত ব্যক্তিকে হস্তান্তর করে প্রাপ্তি স্বীকার স্বরূপ স্বাক্ষর বা বৃদ্ধাঙ্গুলির ছাপ নিতে পারেন?
খ) রাজবাড়ী শহরের মতলব মোড়ের চেকপোস্টে পুলিশ একটি সেবাধর্মী বেসরকারী প্রতিষ্ঠানের একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের কাগজপত্র পরীক্ষাকালে দেখতে পান যে, ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এবং অ্যাম্বুলেন্সটির কোন রুট পারমিট নাই। এক্ষেত্রে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী আইনগত বিধি নিষেধের ব্যাখ্যার আলোকে ডিউটিরত পুলিশ সদস্যের করনীয় আলোচনা করুন।
গ) মোটরযানের গতিসীমা সম্পর্কিত সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিধানসমূহ আলোচনা করুন।

৩।
ক) চুরি কখন দস্যুতায় পরিণত হয়?
খ) আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য নয়, কিন্তু ঘটনার অজ্ঞতা ক্ষমাযোগ্য- এ উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করুন।
গ) ডাক্তার রোগীকে তার রোগের অবস্থা বর্ণনা করেন এবং রোগী আর বেশি দিন বাঁচবে না মর্মে অবহিত করেন। এক্ষেত্রে ডাক্তারের কর্মকান্ডের আইনগত বৈধতা ব্যাখ্যা করুন।

৪।
ক) ময়না তদন্ত ব্যতীত মৃতদেহ নিষ্পত্তির ক্ষেত্রে পুলিশ অফিসারের দায়-দায়িত্ব বর্ণনা করুন।
খ) সর্তকীকরণ নোটিশ বলতে কি বুঝায়? সতর্কীকরণ নোটিশ জারীর পদ্ধতি বর্ণনা করুন।
গ) হাতকড়া ব্যবহারের নিয়মাবলী আলোচনা করুন।

৫। টিকা লিখুনঃ
ক) গুরুতর আঘাত
খ) অধিযাচন
গ) হুলিয়া
ঘ) ইঙ্গিতবাহী প্রশ্ন
ঙ) বিস্ফোরক দ্রব্য