১।
ক) তল্লাশি বলতে কি বোঝায়? দেহ তল্লাশির সময় দলের ইনচার্জ হিসেবে আপনার দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন।
খ) বাগেরহাট জেলার ওয়ারেন্ট সাতক্ষীরা জেলায় তামিলের পদ্ধতিসমূহ বর্ণনা করুন। গ) গৃহ তল্লাশির বিভিন্ন পর্যায়ে যে সকল আনুষ্ঠানিকতা পালন করা আবশ্যক তা বিস্তারিত লিখুন।
২।
ক) যানবাহন অধিযাচন কি? মহানগর ও জেলার আওতাধীন এলাকায় একজন পুলিশ অফিসারের যানবাহন অধিযাচন পদ্ধতি এবং ক্ষমতা সংশ্লিষ্ট আইনের আলোকে আলোচনা করুন। খ) ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পূর্বশর্ত কি? একজন বিদেশী কূটনৈতিক বাংলাদেশে তার গাড়ীর রেজিস্ট্রেশন কিভাবে করাতে পারেন?
গ) মহাসড়কে দায়িত্বরত অবস্থায় বেতার মারফত জানতে পারলেন যে, একটি মালবাহী ট্রাক একটি প্রাইভেটকারকে পিছনের দিক থেকে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্থ করেছে এবং প্রাইভেটকারের ড্রাইভার গুরুতর আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। স্থানীয় জনতা উত্তেজিত অবস্থায় ট্রাক ড্রাইভার ও ট্রাককে আটকে রেখেছে। আপনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখলেন যে ট্রাক ড্রাইভারের মুখ দিয়ে নেশা জাতীয় দ্রব্যের দুর্গন্ধ বের হচ্ছে এবং ট্রাক ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ীর রেজিস্ট্রেশনের মেয়াদ দুই মাস আগে উত্তীর্ণ হয়েছে। ইন্সুরেন্সের মেয়াদ এক মাস আগে উত্তীর্ণ হয়েছে। এক্ষেত্রে একজন টিএসআই হিসেবে আপনার দায়িত্ব ও কর্তব্য বর্ণনা করুন।
৩।
ক) চুরি ও দস্যুতার মধ্যে পার্থক্য কি?
খ) আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি? দেহরক্ষায় কোন কোন ক্ষেত্রে এ অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়?
গ) টাউন আউটপোষ্ট বলতে কি বুঝায়?
৪।
ক) পিআর কাকে বলে? পিআর এবং পিআরটি ৫৬৫ এর পার্থক্য সম্পর্কে লিখুন।
খ) ভ্রমণকালে হেফাজতে থাকা আসামী অসুস্থ্য হলে এস্কর্ট কমান্ডারের দায়িত্ব ও কর্তব্য উল্লেখ করুন।
৫। টিকা লিখুনঃ
ক) দাঙ্গা
খ) চোরাই সম্পত্তি
গ) জামিনযোগ্য অপরাধ
ঘ) অনুসন্ধান
ঙ) কিট পরিদর্শন