১।
ক) সমন কে জারী করতে পারেন? সমন কিভাবে জারী করতে হয় ব্যাখ্যা করুন।
খ) প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারীর প্রক্রিয়া বর্ণনা করুন।
গ) কোন পরিস্থিতিতে একটি বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করতে গুলি বর্ষণ বৈধ হবে?
২।
ক) এক্সপ্রেস ক্যারিজ এবং অর্টিকুলেটেড মোটরযান বলতে কি বুঝায়?
খ) মোটরযানের পার্কিং এলাকা, যাত্রী ও পণ্য উঠানামার স্থান এবং সময় সাধারণত কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে তা সড়ক পরিবহন আইন ২০১৮ এর আলোকে বর্ণনা করুন।
গ) মহাসড়কে ডিউটিকালীন একজন টিএসআই একটি মোটরযানকে ঝুঁকিপূর্ণ ড্রাইভিং এর কারণ জানতে চেয়ে উক্ত টিএসআই মোটরযানের চালককে কাগজপত্র প্রদর্শন করার জন্য বললে মোটরযানের চালক কাগজপত্র প্রদর্শন করে। টিএসআই কাগজপত্র পরীক্ষার সময় মোটরযানের ভিতরে বসা মোটরযানের মালিক জানান যে, তাকে দ্রুত মেয়ের স্কুলে উপস্থিত হতে হবে বিধায় তিনি চালককে ওভারস্পীডে গাড়ী চালানোর নির্দেশনা প্রদান করেছেন। এক্ষেত্রে মোটরযানের চালক এবং মোটরযানের মালিক কার কি অপরাধ হবে তা সড়ক পরিবহন আইন ২০১৮ এর আলোকে বর্ণনা করুন।
৩।
ক) ফেরারী রেজিস্টার বলতে কি বুঝায়? অপরাধ দমনে এ রেজিস্টারের ভূমিকা আলোচনা করুন।
খ) একটি বেওয়ারিশ মৃতদেহের চূড়ান্ত সৎকার কিভাবে করতে হবে?
৪।
ক) সকল নরহত্যাই হত্যা কিন্তু সকল হত্যা নরহত্যা নহে- ব্যাখ্যা করুন।
খ) অফিসার ইনচার্জ তার থানা এলাকায় জমি সংক্রান্ত শান্তিভঙ্গের আশংকা রয়েছে এ ধরণের সংবাদ পেয়ে টহল দলকে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ প্রদান করলেন। এরূপ পরিস্থিতিতে টহল দলের ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কি ধরণের ব্যবস্থা গ্রহণ করবেন?
৫। টিকা লিখুনঃ
ক) অপরাধমূলক অনধিকার প্রবেশ
খ) বিট পুলিশিং
গ) সরাইখানা
ঘ) প্রবেশ নিয়ন্ত্রণ (অ্যাকসেস কন্ট্রোল)