২০১৯ সালের এটিএসআই থেকে টিএসআই লিখিত পরীক্ষার প্রশ্ন

এটিএসআই হতে টিএসআই পদে পরীক্ষা ২০১৯ প্রশ্ন

১।
ক) গ্রেফতার কাকে বলে? নারী অথবা শিশু গ্রেফতারকালে পুলিশ অফিসারের করণীয় আলোচনা করুন।
খ) গ্রেফতারকৃত আসামীকে চব্বিশ ঘন্টার বেশী থানায় আটক রাখা যায় কিনা-আলোচনা করুন।

২।
ক) পূর্বে দন্ডিত অপরাধীর ঠিকানা অবগত করা এবং এলাকায় বসবাসের ক্ষেত্রে আদালত সাধারণত কি ধরণের আদেশ প্রদান করে থাকে?
খ) পূর্বে দন্ডিত অপরাধী কর্তৃক এলাকায় বসবাস সংক্রান্ত আদালতের আদেশ অমান্য হলে পুলিশ অফিসারের করণীয় আলোচনা করুন।

৩।
ক) ‘ক’ নাম এক ব্যক্তি উল্টোপথে গাড়ী চালিয়ে কোন একটি মার্কেটের সামনে গাড়ীটি রং পার্কিং করলো। মোটরযান আইন অনুযায়ী ‘ক’ এর অপরাধ আলোচনা করুন। এ ধরণের অপরাধ নিবারণে দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে মোটরযান আইনে কি ধরণের ক্ষমতা দেয়া হয়েছে-আলোচনা করুন।
খ) অতিরিক্ত মাল বোঝাই এবং ফিটনেসবিহীন গাড়ীর বিরুদ্ধে মোটরযান আইনে একজন টিএসআই কি ব্যবস্থা গ্রহণ করতে পারে।

৪।
ক) গ্রেফতার কার্যকর করার জন্য পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে?
খ) পুলিশ অফিসার কর্তৃক আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্ত সাধারণ কার্যবিধি উল্লেখ করুন।

৫।
ক) আত্মরক্ষার অধিকার সম্পর্কিত আইনের ধারাসমূহ বর্ণনা করুন। কখন আত্মরক্ষায় অপরের মৃত্যু পর্যন্ত ঘটানো যায়?
খ) বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার সময় পুলিশ অফিসারের করণীয় ও বর্জনীয় আলোচনা করুন।

৬। পার্থক্য লিখুনঃ
ক) অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও প্রতারণা
খ) খ্রি বিসিএল এ্যাক্ট ও ফোর বিসিএল এ্যাক্ট
গ) চুরি ও বলপূর্বক সম্পত্তি আদায়