এটিএসআই হতে টিএসআই পদে পরীক্ষা ২০১৮ প্রশ্ন
১।
ক) পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত ব্যক্তির জামিনের উপায় কি ব্যাখ্যা করুন।
খ) বেআইনী সমাবেশের জন্য লোক ভাড়া করা বা ভাড়ার কার্যে সহায়তা করার শান্তি উল্লেখ করুন। গ) আমলযোগ্য অপরাধের সংবাদ প্রাপ্তিতে থানার অফিসার ইনচার্জের করনীয় কি ব্যাখ্যা করুন।
২। কোন কোন ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন? সাধারণ জনগণ কর্তৃক কোন ব্যক্তিকে গ্রেফতারের পর পুলিশ অফিসারের করনীয় বর্ণনা করুন।
৩।
ক) এ রোল ও বি রোলের মধ্যে পার্থক্য লিখুন।
খ) চৌকিদারী প্যারেডের গুরুত্ব আলোচনা করুন।
গ) বিট পেট্রোলিং বলতে কি বোঝায়?
৪।
ক) বন্দিদের বিশেষ গার্ড বলতে কি বোঝায়?
খ) ভ্রমণকালে হেফাজতে থাকা আসামী অসুস্থ্য হলে এস্কর্ট কমান্ডারের দায়িত্ব বর্ণনা করুন। গ) ভ্রমণকালে হেফাজতে থাকা আসামী নদীতে ঝাঁপ দিলে এস্কর্ট কমান্ডারের দায়িত্ব বর্ণনা করুন।
৫।
ক) একজন পুলিশ কর্মকর্তা কখন মোটরযানের কাগজপত্র আটক করতে পারেন? তিনি কোন ক্ষেত্রে সংশ্লিষ্ট মোটরযানটিকে আটক এবং নিরাপদ হেফাজতে প্রেরণ করতে পারেন? ঘটনাস্থলে জরিমানা আদায়ের ক্ষেত্রসমূহ কি কি?
খ) নতুন আমদানী হওয়া একটি গাড়ী রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই একজন পুলিশ অফিসার রাস্তায় চালিয়ে সরকারী কাজ করলেন। এক্ষেত্রে পুলিশ অফিসারের কোন অপরাধ হয়েছে কি ব্যাখ্যা করুন।
৬। টিকা লিখুন।
ক) অপরাধমূলক ষড়যন্ত্র
খ) বিশেষ পুলিশ
গ) অস্ত্রশস্ত্র
ঘ) জেনারেল ডায়রী
ঙ) দস্যুতা