২০১৭ সালের ATSI থেকে TSI লিখিত পরীক্ষার প্রশ্ন

১। এফআইআর বা এজাহার বলতে কি বুঝায়? একটি ত্রুটিমুক্ত এজাহারের বৈশিষ্ট্যসমূহ কি কি? কখন এজাহার দূর্বল হয় আলোচনা করুন।

২।
ক) অস্ত্র আইনে কোন কোন ক্ষেত্রে একজন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে আলোচনা করুন।
খ) ইভটিজিং কি? ইভটিজিং গুরুতর অপরাধের প্রভাবক ব্যাখ্যা করুন।

৩।
ক) কোন পথচারী কোন অপরাধীকে গ্রেফতার করতে পারেন কি? ব্যাখ্যা করুন।
খ) মিথ্যা নাম/পরিচয় প্রদানকারীর বিরুদ্ধে কি ধরণের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়-ব্যাখ্যা করুন।

৪।
ক) আপনার ফাঁড়ি এলাকায় দুটি বিবাদমান গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে মর্মে সংবাদ পাওয়া গেল। ফাঁড়ি ইনচার্জ হিসেবে আপনার করনীয় বর্ণনা করুন।
খ) সাধারণ ডায়রী (জিডি) কি? সাধারণ ডায়রীতে কোন কোন বিষয় উল্লেখ থাকতে পারে?

৫।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে টিএসআই হিসেবে আপনার করনীয় কার্যাবলী উল্লেখ করুন। নির্যাতিতা নারী ও শিশুর পরিচয় প্রকাশের বাধা নিষেধ আছে কি? শান্তির বিধানসহ আলোচনা করুন।

৬। পার্থক্য লিখুনঃ
ক) বলপূর্বক সম্পত্তি আদায় ও দস্যুতা
খ) প্রতারণা ও আত্মসাৎকরণ
গ) বেআইনী সমাবেশ ও দাঙ্গা হাঙ্গামা