২০২৫ সালের এএসআই থেকে এসআই লিখিত পরীক্ষা প্রশ্ন পুস্তক ব্যতীত

১.
(ক) রাষ্ট্রদ্রোহ বলতে কি বোঝেন? আইনের আলোকে ব্যাখ্যা করুন।
(খ) বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বা যুদ্ধ। ঘোষণার উদ্দ্যেগ গ্রহণ করা বা সহায়তা করার শাস্তি কি হতে পারে, দন্ডবিধির আলোকে ব্যাখ্যা করুন।
(গ) বেআইনী সমাবেশ এবং দাঙ্গা বলতে কি বোঝেন? সংশ্লিষ্ট আইনের আলোকে ব্যাখ্যা করুন।

২।
(ক) বিস্ফোরক আইন, ১৮৮৪ অনুসারী মামলা তদন্তের পদ্ধতি ও সময়সীমা ধারা উল্লেখপূর্বক সংক্ষিপ্তভাবে বর্ণনা করুন।
(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আলোকে অপরাধীর ব্যাঙ্ক হিসাব নিরীক্ষা ও নিষিদ্ধ করার পদ্ধতি বর্ণনা করুন।
(গ) পুলিশ অফিসার যখন আদালতে সাক্ষ্য দেন তখন তিনি পুরস্কারীর জন্য কি প্রাপ্য হন এবং এর আইনগত ভিত্তি কি?

৩।
(ক) কোন আইনের বলে সরকার শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে সরকারী আদেশে সমাবেশ নিষিদ্ধ করতে পারে?
(খ) নারী ও শিশু নির্যাতন আইন, ২০০৩ (সংশোধিত অধ্যাদেশ ২০২৫) অনুযায়ী বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্মের শাস্তি ধারাসহ আলোচনা করুন।
(গ) স্বীকৃতি ও স্বীকারোক্তি বলতে কি বুঝায়? পুলিশের নিকট স্বীকারোক্তি কখন গ্রহণযোগ্য? আইনের আলোকে ব্যাখ্যা ৬ করুন।

৪.
(ক) পুলিশ অফিসারের রিপোর্ট বা পুলিশ রিপোর্ট বলতে কি বোঝায় এবং উক্ত রিপোর্ট অপরাধ ও অপরাধ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ সংক্রান্তে কোন বিষয়সমূহ উল্লেখ করতে হয় তা আলোচনা করুন।
(খ) অন্তবর্তী তদন্ত প্রতিবেদন বলতে কি বোঝায়?
(গ) ইনভেস্টিগেশন, ইনকোয়ারী এবং ট্রায়াল এর তুলনামূলক তুলনামূলক আলোচনা করুন।

৫. রুবেল (২০) ও লিজা (১৫) একই গ্রামে বসবাস করে। লিজা পার্শ্ববর্তী একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। একই গ্রামের বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে সুসম্পর্ক ছিল। একদিন লিজা স্কুল থেকে ফেরার পথে রুবেল তার এলাকার জসিমের (২৫) সহায়তায় লিজাকে নিয়ে পালিয়ে পার্শ্ববর্তী গ্রামে তাদের এক আত্মীয়ের বাসায় উঠে। এর পূর্বে তারা কাজী অফিসে বিয়ে করে। আত্মীয়ের বাসায় রুবেল ও লিজা তিন দিন স্বামী স্ত্রীর ন্যায় বসবাসের পর লিজার ব্যাবা-মা কর্তৃক দায়েরকৃত মামলার প্রেক্ষিতে পুলিশ তাদের উদ্ধার করে। উপরোক্ত বর্ননার আলোকে নিম্নবর্নিত প্রশ্নের উত্তর দিন।
(ক) এই মামলায় রুবেল, জসিম এবং রুবেলের আত্মীয় কে কোন আইনে কি ধরনের অপরাধ সংঘটন করেছন?
(খ) জসিমকে গ্রেফতার করে জসিমের নিকট থেকে একটি সুইচ গিয়ার চাকু এবং একটি লাইসেন্সবিহীন রিভলভার উদ্ধার করা হয় এবং সে পুলিশ সদস্যদের অস্ত্র দ্বারা আক্রমণের চেষ্টা করে। এক্ষেত্রে জসিমের বিরুদ্ধে কোন আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করা যাবে?
(গ) জসিমের মোবাইল চেক করার সময় দেখা যায় যে, সে মাদক ক্রয়-বিক্রয়ের সাথেও জড়িত। তার মোবাইল হতে প্রাপ্ত একটি এসএমএস এর ভিত্তিতে তাকে গ্রেফতারের পরদিন তার বাসা থেকে ৫০ পিস ইয়াবা ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এক্ষেত্রে জসিমের বিরুদ্ধে কোন আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করা যাবে।