২০২৪ সালের এএসআই থেকে এসআই লিখিত পরীক্ষা প্রশ্ন পুস্তক ব্যতীত

এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পরীক্ষা ২০২৪ প্রশ্ন

বিষয়: আইন ও বিধি (পুস্তক ব্যতীত)

১।
ক) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিচারিক ম্যাজিস্ট্রেটের পার্থক্য লিখুন।
খ) দেহ তল্লাশি ও গৃহ তল্লাশির ক্ষেত্রে করণীয় ও বর্জনীয়গুলো আলোচনা করুন।
গ) অনুপস্থিত থাকা ও পলাতক ব্যক্তির জন্য হুলিয়া জারীর পূর্বশর্ত কি কি?

২।
ক) পলাতক অপরাধীকে চার্জশিটে অন্তর্ভুক্ত করাকালে তার সম্পত্তির বিবরণী সংযুক্তকরণের আইনগত গুরুত্ব কতটুকু?
খ) তদন্তকারী কর্মকর্তা কিভাবে মামলার ব্রিফ প্রস্তুত করবেন-বর্ণনা করুন।
গ) এফএম কি? এটি কে প্রস্তুত করেন? এর প্রেক্ষিতে পুলিশ সুপার কি পদক্ষেপ গ্রহন করেন?

৩।
ক) ফৌজদারী মামলায় আসামীর পূর্ববর্তী চরিত্র কতটুকু প্রাসঙ্গিক-বর্ণনা করুন।
খ) একটি নির্ভুল এজাহার লিপিবদ্ধ করার জন্য কী কী বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে আলোচনা করুন।
গ) একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে পুলিশ টিম গ্রেফতারের জন্য ধাওয়া করলে সে একটি গৃহে প্রবেশ করে। এক্ষেত্রে পুলিশ টিম কর্তৃক গ্রেফতারের পদ্ধতি আলোচনা করুন।

৩।
ক) আসামীর স্বীকারোক্তি সহযোগী আসামীদের বিরুদ্ধে কতটুকু প্রাসঙ্গিক হবে?
খ) সাধারণ ডায়েরি, এজাহার এবং কেস ডায়েরি আদালতে কখন প্রাসঙ্গিক হবে?
গ) সাক্ষ্য আইন অনুযায়ী অপরাধ প্রমাণের দায়িত্ব কার? এর কোন ব্যতিক্রম আছে কি না?

৪।
ক) অসৎ চরিত্র তালিকা এ-রোল কখন ইস্যু করা হয়?
খ) মেমো অব এভিডেন্স বলতে কি বোঝায়? মেমো অব এভিডেন্সে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে?
গ) সম্পত্তি রেজিস্টার এবং মালখানা রেজিস্টারের মধ্যে পার্থক্য লিখুন।

৫।
ক) মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী (Predicate offence) সম্পৃক্ত অপরাধ বলতে কি বোঝায়?
খ) শিশু আইন ২০১৩ অনুযায়ী সুবিধা বঞ্চিত শিশু হিসেবে কোন শিশুদের গণ্য করা হয় বর্ণনা করুন।
গ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) রুজুকৃত মামলার তদন্ত কার্যক্রম সম্পন্নের সময় সীমার পর্যায় ক্রমিক ধাপসমূহ আলোচনা করুন।

আমাদের সম্পর্কে

আমরা আমাদের অ্যাপ Law School BD, ইউটিউব চ্যানেল Law School BD Official এবং ব্লগ ও ফেসবুক পেইজের মাধ্যমে আইন শিখিয়ে থাকি।


আমাদের পণ্য সমূহ

Law School BD App


প্রয়োজনীয় লিংক

About Us

Contact Us

Privacy Policy

Terms & Conditions

Disclaimer


যোগাযোগ

Law School BD

© 2025 Copyright: LawSchoolBD.org