২০২৪ সালের এএসআই থেকে এসআই লিখিত পরীক্ষা (পুস্তক সহ) প্রশ্ন

১।
ক) গ্রেফতার কাকে বলে? গ্রেফতারের নিয়মাবলী বর্ণনা করুন।
খ) গ্রেফতারী পরোয়ানা কার্যকরী করার তারিখ উত্তীর্ণ হওয়ার ফলে ‘ক’ নামক পুলিশ অফিসার বিনা তামিলে পরোয়ানাটি আদালতে ফেরৎ পাঠিয়ে দেন। ‘ক’ এর কার্য সংশ্লিষ্ট আইনের আলোকে ব্যাখ্যা করুন।

২।
ক) অবৈধ জনতা বলতে কি বুঝায়? বৈধ জনতা কি অবৈধ জনতা হতে পারে? অবৈধ জনতা ছত্রভঙ্গ করার ক্ষেত্রে পুলিশ দলের ইনচার্জ কি পদ্ধতি অনুসরণ করবেন?
খ) বেআইনী সমাবেশ ও অবৈধ জনতা ছত্রভঙ্গ করতে কি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যায়? করা গেলে পদ্ধতি বর্ণনা করুন।

৩।
ক) এজাহারের মূল্য বৈশিষ্ট্যসমূহ কি? গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলাসমূহের এজাহার লিপিবদ্ধকালে মামলা রুজুকারী অফিসারকে কি কি বিষয়ে যত্নবান হতে হয়?
খ) ‘ক’ থানায় এসে এই মর্মে সংবাদ প্রদান করল যে, ‘খ’ এর বাড়ীতে ৭/৮ জন দুষ্কৃতিকারী রাতে বলপূর্বক প্রবেশ করে ‘খ’ কে খুন করে, তার স্ত্রীকে ধর্ষণ করে এবং তার ঘরের সকল মূল্যবান সম্পত্তি লুট করে নিয়ে যায়। উক্ত ঘটনার আলোকে একটি আদর্শ এজাহার প্রস্তুত করুন।

৪।
ক) পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত একজন ব্যক্তির আইনগত অধিকার ও মানবাধিকার সমূহ বর্ণনা করুন। অনুরূপ অধিকারসমূহ প্রতিপালিত না হলে পুলিশ ইমেজ সংকটের নেতিবাচক দিকগুলো বর্ণনা করুন।
খ) দারোগা রহিম চোরাই মাল উদ্ধারের জন্য এক বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি লাইসেন্সবিহীন পিগুল পান। যদিও তার কাছে অস্ত্র উদ্ধারের জন্য কোন তল্লাশি পরোয়ানা ছিল না তথাপি তিনি পিঙ্গুলটি জব্দ করে থানায় নিয়ে আসেন। দারোগার কাজের বৈধতা বা অবৈধতা আইনের আলোকে ব্যাখ্যা করুন।
নিম্নবর্ণিত পরিস্থিতিতে একজন সাব-ইন্সপেক্টরের করণীয় বর্ণনা করুন।

৫।
ক) দায়িত্বধীন এলাকায় একজন গৃহবধুর অপমৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন যে, গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে।
খ) ফোর্সসহ টহলরত অবস্থায় দেখতে পান কতিপয় যুবক যানবাহন ভাংচুর করছে।
গ) ‘ক’ এর বিরুদ্ধে একটি খুন মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানা তামিল করার জন্য ‘ক’ এর স্ত্রী পুলিশকে সহায়তা না করে ‘ক’ কে পালিয়ে যেতে সুযোগ করে দেয়।
ঘ) ফোর্সসহ টহলরত অবস্থায় দেখতে পান একজন ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন। আপনি তাকে থামার সংকেত দেন। কিন্তু তিনি উহা অমান্য করে গাড়ী নিয়ে দ্রুত চলে যান।

পুলিশ পদোন্নতি পরীক্ষার প্রস্তুতির পরামর্শ পেতে এখানে ক্লিক করুন।