২০২৩ এর এএসআই থেকে এসআই পরীক্ষা (পুস্তক ব্যতীত) প্রশ্ন

১।
ক) কোন কোন ক্ষেত্রে আত্মরক্ষা অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যায়?
খ) “আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য নহে, কিন্তু ঘটনার অজ্ঞতা ক্ষমাযোগ্য”-এ উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করুন।
গ) ক একজন স্বর্ণের দোকানদার। খ ডাকাতি করে কিছু স্বর্ণালংকার ক এর নিকট নিয়ে আসে। ডাকাতির স্বর্ণালংকার বলে ক সকল স্বর্ণালংকার অর্ধেক মূল্যে ক্রয় করে বিক্রির জন্য দোকানে রাখে। এক্ষেত্রে ক এর অপরাধ কী?

২।
ক) অনুসন্ধান এবং তদন্তের মধ্যে পার্থক্য লিখুন।
খ) একটি নির্ভুল এজাহার লিপিবদ্ধ করার জন্য কী কী বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে আলোচনা করুন।
গ) একজন ওয়ারেন্টভুক্ত আসামীকে পুলিশ টিম গ্রেফতারের জন্য ধাওয়া করলে সে একটি গৃহে প্রবেশ করে। এক্ষেত্রে পুলিশ টিম কর্তৃক গ্রেফতারের পদ্ধতি আলোচনা করুন।

৩।
ক) আসামীর স্বীকারোক্তি সহযোগী আসামীদের বিরুদ্ধে কতটুকু প্রাসঙ্গিক হবে?
খ) সাধারণ ডায়েরি, এজাহার এবং কেস ডায়েরি আদালতে কখন প্রাসঙ্গিক হবে?
গ) সাক্ষ্য আইন অনুযায়ী অপরাধ প্রমাণের দায়িত্ব কার? এর কোন ব্যতিক্রম আছে কি না?

৪।
ক) অসৎ চরিত্র তালিকা এ-রোল কখন ইস্যু করা হয়?
খ) মেমো অব এভিডেন্স বলতে কি বোঝায়? মেমো অব এভিডেন্সে কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে?
গ) সম্পত্তি রেজিস্টার এবং মালখানা রেজিস্টারের মধ্যে পার্থক্য লিখুন।

৫।
ক) মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী (Predicate offence) সম্পৃক্ত অপরাধ বলতে কি বোঝায়?
খ) শিশু আইন ২০১৩ অনুযায়ী সুবিধা বঞ্চিত শিশু হিসেবে কোন শিশুদের গণ্য করা হয় বর্ণনা করুন।
গ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) রুজুকৃত মামলার তদন্ত কার্যক্রম সম্পন্নের সময় সীমার পর্যায় ক্রমিক ধাপসমূহ আলোচনা করুন।