এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পরীক্ষা ২০২৩ প্রশ্ন
বিষয়: আইন ও বিধি (পুস্তক সহ)
১।
ক) প্রতারণা বলতে কি বোঝায়? প্রতারণার অনুষঙ্গ সমূহ আলোচনা করুন।
খ) মানহানি বলতে কি বোঝায়? কোন কোন ক্ষেত্রে ব্যক্তির অনুভূতিতে আঘাত করা সত্ত্বেও মানহানির অপরাধ হয় না?
গ) “ক” আসামাজিক কার্যকলাপের কারণে হোটেল থেকে আটক হয় এবং জামিন পেয়ে বাড়ীতে ফিরে যায়। কিন্তু বিষয়টি এলাকায় জানাজানি হওয়ায় “ক” মানসিকভাবে বিপর্যন্ত হয়ে আত্মহত্যার উদ্দেশ্যে “গ” এর ড্রাগ হাউস থেকে বিষ সংগ্রহ করে পান করে মরণাপন্ন হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে এবং বেঁচে যায়। এক্ষেত্রে কি ধরণের অপরাধ সংঘটিত হয়েছে আলোচনা করুন।
২।
ক) সুরতহাল রিপোর্ট বলতে কি বোঝায়? সুরতহাল রিপোর্ট প্রস্তুতের নিয়মাবলী আলোচনা করুন।
খ) রসুলপুর গ্রামের জনৈক চৌকিদার পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মীয় স্বজন এবং পাড়া-প্রতিবেশী পুলিশকে খবর না দিয়ে মৃতদেহ কবরস্থ করে। আত্মহত্যার বিষয়ে এলাকায় বিরূপ তথ্য রয়েছে মর্মে থানায় খবর আসে। এক্ষেত্রে কবর হতে মৃতদেহ উত্তোলনের পদ্ধতি কি?
৩।
ক) বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে পার্থক্য লিখুন।
খ) খুনের আসামী ক কে তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদকালে ক তদন্তকারী কর্মকর্তার নিকট স্বীকারোক্তি প্রদান করে যে, খ কে হত্যার কাজে ব্যবহৃত হাতুড়ী এবং ধারালো চাকু সে তার বাড়ীর রান্না ঘরের চুলার ভিতর লুকিয়ে রেখেছে। ক এর এরূপ স্বীকারোক্তি মূলে তদন্তকারী কর্মকর্তা তা উদ্ধার করেন। ক এর এরূপ স্বীকারোক্তি আদালতে কতটুকু গ্রহণযোগ্য হবে?
গ) জনৈক ক গুরুতর আহত অবস্থায় সরকারী হাসপাতালে ভর্তি হয়ে জ্ঞান ফিরলে তিনি জানান যে, জমির সীমানা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে প্রতিবেশী খ ও তার পুত্র গ বাঁশের লাঠি দিয়ে ক এর মাথায় আঘাত করে। বিবৃতি প্রদান পরবর্তী ক আবার জ্ঞান হারায় এবং মৃত্যুবরণ করে। বিবৃতি প্রদানের সময় একজন চিকিৎসক, ২ জন নার্স এবং একজন সাব-ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। একই সময়ে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী ঘ সেখানে ফ্লোর পরিষ্কারের কাজে নিয়োজিত ছিলেন। ক এর বর্ণনা কেউই লিপিবদ্ধ করতে পারেননি। এক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের বিষয়টি আলোচনা করুন।
৪।
ক) বাল্যবিবাহ নিরোধের লক্ষ্যে বয়স প্রমাণের জন্য আদালতে কোন কোন ডকুমেন্ট গ্রহণযোগ্য মর্মে বিবেচিত হবে?
খ) ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সংশ্লিষ্ট অপরাধ তদন্তের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা কি?
গ) সরকারি চাকরি আইন, ২০১৮ এর বিধি বিধান সাপেক্ষে নিয়োগকারী কর্তৃপক্ষ দোষী সাব্যস্ত কোন কর্মচারীকে কি কি ধরণের শান্তি আরোপ করতে পারেন?
৫।
নিম্নলিখিত ক্ষেত্রে একজন পুলিশ সাব-ইন্সপেক্টরের করণীয় বর্ণনা করুন-
ক) লাইসেন্সবিহীন অস্ত্রের অবস্থান সংক্রান্ত খবর পাওয়া গেলে।
খ) গভীর রাতে টহল ডিউটিতে থাকা অবস্থায় রাস্তায় চোরাইমাল পাওয়া গেলে।
গ) জুয়ার আখড়ায় অভিযান পরিচালনা করে শুধুমাত্র জুয়ার সরঞ্জামাদি পাওয়া গেলে।
ঘ ) অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে থানায় ওসির দায়িত্বে থাকাকালীন অস্বাভাবিক মৃত্যুর সংবাদ পাওয়া গেলে।