১।
ক) সম্মতি সহকারে কোন ব্যক্তির উপকারার্থে কোন কাজ করতে গিয়ে তার ক্ষতি হলে সেক্ষেত্রে কোন অপরাধ হবে কি না-ব্যাখ্যা করুন।
খ) থানার অফিসার ইনচার্জ এজাহার প্রদানকারীকে এজাহার পাঠ করে শুনালে এজাহারকারী শুদ্ধ স্বীকার করেন, কিন্তু এজাহারে স্বাক্ষর প্রদান করতে অস্বীকার করেন। এ ক্ষেত্রে এজাহারকারীর বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়?
গ) জালিয়াতির ঘটনা প্রমাণে কি কি বিষয় প্রমাণ করা আবশ্যক?
২।
ক) হৈ চৈ বিজ্ঞাপন ও তদন্ত স্লিপের মধ্যে পার্থক্য লিখুন।
খ) কেস ডায়রী বলতে কি বুঝায়? মামলা প্রথম কেস ডায়রীতে সাধারণত কি কি বিষয় উল্লেখ করতে হয়?
গ) Non Execution Report (NER) কি? কি কি বিষয় উল্লেখ করে NER দাখিল করা যায়?
৩।
ক) বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে পার্থক্য লিখুন।
খ) জেরা বলতে কি বুঝায়? বিচারিক আদালতে বিচার্য বিষয় প্রমাণের জন্য সাক্ষীকে জেরার সময় সাক্ষ্যের বিষয়বস্তু ব্যতীত কি উদ্দেশ্যে অন্যান্য আইনসঙ্গত প্রশ্ন করা যেতে পারে?
গ) কখন মোকাদ্দমার বাদী পক্ষের উকিল তার মক্কেলের পক্ষে আদালতে সাক্ষ্য প্রদানে যোগ্য বলে বিবেচিত হবেন?
৪।
ক) গ্রাম আদালত কর্তৃক সাক্ষীকে সমন প্রদানের এখতিয়ার আলোচনা করুন।
খ) শনাক্তকরণ মহড়া বলতে কি বুঝায়? সন্দিগ্ধ ব্যক্তি শনাক্তকরণ মহড়ার পদ্ধতি বর্ণনা করুন।
গ) টহল অফিসার জনৈক চা শ্রমিককে তাড়ি পান করে প্রকাশ্য বাজারে মাতলামি করতে দেখলেন। চা শ্রমিকের এ ধরণের কর্মকান্ড সংশ্লিষ্ট আইনের আলোকে ব্যাখ্যা করুন।
৫।
ক) গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে জনৈক ক এর বসত বাড়ীর বেইসমেন্টে দারোয়ান খ এর কক্ষ হতে মুদ্রা জালের কিছু যন্ত্রপাতি, উপকরণ এবং জাল নোট উদ্ধার করে। উদ্ধারকালে গ ও ঘ নামক দুজন ব্যক্তিকে পুলিশ হাতেনাতে আটক করে। ঘটনা সংক্রান্ত রুজুকৃত মামলার তদন্তকারী অফিসার জনৈক রাইটারকে দিয়ে মামলাটির সিডি লেখায়। রাইটার তদন্তে প্রাপ্ত তথ্যাদির হালনাগাদ পলাতক ক কে মোবাইল ফোনে অবহিত করে। বর্ণিত ঘটনা সংক্রান্তে কার কি অপরাধ ব্যাখ্যা করুন।
খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক কোন সন্দিগ্ধ ব্যক্তির দেহ তল্লাশির ক্ষেত্রে পুলিশ কর্মকর্তার করণীয় বর্ণনা করুন।
গ) ধর্ষণের শিকার কোন নারীর বয়স ১৫ বছর ৮ মাস হলে তদন্তকারী কর্মকর্তার করণীয় ব্যাখ্যা করুন।