২০২২ সালের এএসআই হতে এসআই লিখিত পরীক্ষা (পুস্তক সহ) প্রশ্ন

১।
ক) অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বলতে কি বুঝায়?
খ) শুধুমাত্র দৈহিক অবরুদ্ধতা নয়, নির্দিষ্ট সীমার বাইরে পদার্পনে বাধা প্রদানও অবৈধ হতে পারে-সংশ্লিষ্ট আইনের আলোকে ব্যাখ্যা করুন।
গ) ক থানার ডিউটি অফিসার হিসাবে দায়িত্বরত থাকা অবস্থায় এক কলেজ ছাত্রী থানায় এসে জানায় যে, ৪/৫ জন ছেলে কলেজে যাওয়া আসার পথে তাকে উত্যক্ত করে। মেয়েটি ক এর পূর্ব পরিচিত এবং তার চলাফেরা ক এর নিকট সন্তোষজনক নয় মর্মে জানা থাকায় ক মেয়েটির চরিত্র নিয়ে কটুক্তি করে এবং অভিযোগের বিষয়ে কোন ব্যবস্থা গ্রহণ করেন না। ডিউটি অফিসার হিসাবে ক এর কাজের বৈধতা আলোচনা করুন।

২।
ক) এজাহার বলতে কি বুঝায়? সময়ের দিক থেকে প্রথম, দ্বিতীয় এমনকি তৃতীয় বিবৃতিও এজাহার হতে পারে- আলোচনা করুন।
খ) ইনটেস্টেট প্রপার্টি বলতে কি বুঝায়? ইনটেস্টেট প্রপার্টি নিষ্পত্তি পদ্ধতি আলোচনা করুন।

৩।
ক) সাক্ষ্য আইন, ১৮৭২ অনুযায়ী তৃতীয় পক্ষের অভিমত বলতে কি বুঝায়? বিচারিক আদালতে কোন একটি দলিলের হস্তাক্ষর বিচার্য বিষয় প্রমাণে প্রাসঙ্গিক হিসাবে উপস্থাপনের প্রয়োজন হলে তা কি কি উপায়ে প্রমাণ করা যাবে?
খ) কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বাদী নিজ সাক্ষীকে প্রশ্ন করতে পারবে? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অভিশংসন করার কোন সুযোগ আছে কি- আলোচনা করুন।

৪।
ক) ক তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সে আর্থিকভাবে যথেষ্ট স্বচ্ছেল এবং একই বাড়ীতে বাবা, মা, স্কুল শিক্ষার্থী ছোট বোন এবং তার স্ত্রীসহ বসবাস করেন। তার বাবা ও মা বৃদ্ধ এবং শারীরিকভাবে উপার্জনক্ষম নয়। হঠাত করে ক তার বাবা-মা ও ছোট বোনের ভরণ-পোষণ প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করেন। এক্ষেত্রে বাবা-মায়ের ভরণ-পোষণ প্রদানে ক এর আইনগত বাধ্যবাধকতা এবং প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করায় সুরক্ষার আদেশ সংক্রান্ত আলোচনা করুন।
খ) বাবুল জনৈক তানিয়া (১৫) কে ভুল বুঝিয়ে উত্তরা থেকে মগবাজার নিয়ে আসে। বাবুল তানিয়ার জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র টেম্পারিং করে তানিয়ার বয়স ১৮ বছর প্রস্তুত করে। অতঃপর কয়েকজন সাক্ষীর উপস্থিতিতে বাবুল তানিয়াকে বিয়ে করে। সংশ্লিষ্ট আইনের ধারা উল্লেখ করে সংঘটিত অপরাধ ব্যাখ্যা করুন।

৫।
নিম্নলিখিত ক্ষেত্রে একজন পুলিশ সাব-ইন্সপেক্টরের করণীয় বর্ণনা করুন-
ক) ময়না তদন্ত প্রতিবেদনে মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হলে।
খ) পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়ীরা পার্শ্ববর্তী নদীতে ঝাপ দিলে দুজন জুয়াড়ী মারা যায়।
গ) ফরমালিনযুক্ত আম বিক্রির গোপন তথ্য পেলে।
ঘ) অপরাধ সংঘটনের সাথে জড়িত সন্দেহে কোন ব্যক্তির ডিএনএ নমুনা প্রদানে আবশ্যক। কিন্তু সে ব্যক্তি নমুনা প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করলে।