২০২১ সালের এএসআই থেকে এসআই পরীক্ষা (পুস্তক ব্যতীত) প্রশ্ন

১।
ক) অপরাধমূলক সম্পত্তি আত্মসাত এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মধ্যে পার্থক্য লিখুন
খ) অপথে গৃহে প্রবেশ বলতে কি বুঝায়? অপথে গৃহে প্রবেশের প্রকারভেদ আলোচনা করুন।
গ) খ এর পকেট মারার উদ্দেশ্যে ক তাকে আক্রমণ করল। ক পকেট মারতে ব্যর্থ হলে এবং আশেপাশের লোকজন তাকে ধরে ফেলল।

২।
ক) গ্রেফতার কি? গ্রেফতার কিভাবে কার্যকর করতে হয়?
খ) নন-জিআর মামলা বলতে কি বোঝায়? নন-জিআর মামলা তদন্ত পদ্ধতি বর্ণনা করুন।
গ) কোন কোন অপরাধের ক্ষেত্রে হৈ-চৈ বিজ্ঞাপন জারী করা হয়?

৩।
ক) মৃত্যুকালীন জবানবন্দী রেকর্ডের পদ্ধতি আলোচনা করুন।
খ) মৃত্যুকালীন জবানবন্দী প্রদানের পর জবানবন্দী প্রদানকারী বেঁচে গেলে তার বিবৃতির আইনগত ব্যাখ্যা করুন।
গ) বোবা ব্যক্তির সাক্ষ্য আদালতে কিভাবে প্রাসঙ্গিক হবে?

৪।
ক) একজন অপহৃত ব্যক্তিকে উদ্ধারের পদ্ধতি আলোচনা করুন।
খ) মামলা তদন্তের রহস্য উদঘাটনে অপরাধ মানচিত্র কিভাবে সহায়ক ভূমিকা পালন করবে?
গ) কোন পুলিশ অফিসার টহল ডিউটিকালীন তার এলাকার মধ্যে কোন পারিবারিক সহিংসতার সংবাদ প্রাপ্ত হলে তাতক্ষনিকভাবে তিনি কি দায়িত্ব পালন করবেন।

৫।
ক) কোন একটি সরকারী অফিসে নেটওয়ার্কিং এর দায়িত্বে কর্মরত এক কর্মকর্তা অর্থনৈতিক লাভবানের আশায় উক্ত অফিসের কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত কম্পিউটার সোর্স কোড গোপনে একটি বেসরকারী ফার্মের নিকট প্রকাশ কর। এ ঘটনার প্রেক্ষিতে থানায় একটি মামলা রুজু হল। মামলার তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তের ক্ষেত্রে কি ধরণের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
খ) পুলিশ আইন, ১৮৬১ অনুযায়ী পুলিশের দায়িত্ব ও কর্তব্য বর্ণনা করুন।
গ) ধর্ষণের শিকার কোন নারীর ছবিসহ প্রতিবেদন পত্রিকায় প্রকাশ করলে প্রতিবেদনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী কি ব্যবস্থা গ্রহণ করা যাবে।