১।
ক) গুরুতর আঘাত বলতে কি বুঝায়?
খ) কোন কোন ক্ষেত্রে অপরাধজনক নরহত্যা খুন বলে গণ্য হবে।
গ) ক একজন পুলিশ অফিসার ডাকাতি মামলার আসামী খ এর নিকট হতে স্বীকারোক্তি আদায়ের জন্য খ এর উপর শারীরিক নির্যাতন করেন। ক এর কাজের বৈধতা আলোচনা করুন।
২।
ক) সুরতহাল বলতে কি বোঝায়? নির্ভুল সুরতহাল প্রস্তুত করার ক্ষেত্রে কোন কোন বিষয়ে প্রতি লক্ষ্য রাখা উচিত।
খ) ক নামীয় ২২ বছরের একজন তরুণী বন্ধ ঘরে গলায় দড়ি দিয়া ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে মর্মে থানায় সংবাদ আসল। দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে আপনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে কি কি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ময়না তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করবেন।
৩।
ক) বৈরী সাক্ষী কাকে বলে? কোন কোন অবস্থায় সাক্ষীকে বৈরী ঘোষনা করা হয়।
খ) দলিল প্রমাণে কোন কোন ক্ষেত্রে আদালতে প্রত্যয়নকারী সাক্ষী তলব করা আবশ্যক।
গ) একজন দলিল লেখক আদালতে প্রত্যয়নকারী সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করতে পারেন কিনা আলোচনা করুন।
৪।
ক) মেমো অব এভিডেন্সে সাধারণত কি কি বিষয় উল্লেখ থাকে।
খ) শিল্পপতি রেজানুর রহমানের বাসা হতে তার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রটি খোয়া গেলে তিনি থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রটি ও এক লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন দশ বোতল বিদেশি মদসহ চোরকে আটক করল। চোর স্বীকারোক্তি প্রদান করল যে, সে আগ্নেয়াস্ত্র এবং দশ বোতল মদ শিল্পপতি রেজানুর রহমানের বাসা হতে চুরি করেছে।
এক্ষেত্রে
১। চুরি এবং উদ্ধারকৃত চোরাইমাল সংক্রান্তে শিল্পপতি রেজানুর রহমান এবং চোরের দায় দায়িত্ব নিরূপন করুন।
২। অপরাধ তদন্ত এবং পুলিশ প্রতিবেদন প্রদানের পদ্ধতি বর্ণনা করুন।
৫।
নিম্নবর্ণিত পরিস্থিতিতে একজন পুলিশ সাব-ইন্সপেক্টরের করণীয় বর্ণনা করুন।
ক) সাজা পরোয়ানা তামিল করতে গিয়ে জানা গেল যে, পরোয়ানাকারী ব্যক্তি মৃত্যুবরণ করেছে।
খ) মামলা তদন্ত করতে গিয়ে সাক্ষ্য প্রমাণে জানা গেল যে, বাদী আসামীদের ক্ষতিসাধন করার জন্য বিদ্বেষ প্রসূতভাবে মামলাটি রুজু করেছে।
গ) অপমৃত্যু মামলা তদন্ত করতে গিয়ে সাক্ষী জিজ্ঞাসিত কোনো প্রশ্নের জবাব প্রদান না করলে।
ঘ) জমির মালিকানা নিয়ে কলহ সৃষ্টি হলে এবং তাতে শান্তিভঙ্গের যুক্তিসঙ্গত কারণ রয়েছে মর্মে প্রতীয়মান হলে।