২০২০ সালের এএসআই থেকে এসআই পরীক্ষা (পুস্তক ব্যতীত) সাপ্লিমেন্টারী প্রশ্ন

১।
ক) রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা লিখুন। রাষ্ট্রদ্রোহের অভিযোগ সংক্রান্ত মামলা রুজুর পদ্ধতি আলোচনা করুন।
খ) সাধারণভাবে অপরাধ হিসেবে গণ্য হলেও আইনের কিছু কর্মকান্ডকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না এরূপ ৫টি কর্মকান্ড ধারাসহ লিখুন।
গ) কোন কোন ক্ষেত্রে একজন পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার স্থিতিকাল সম্পর্কে আইনের বিধান বর্ণনা করুন।

২।
ক) ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী আসামীকে আদালতে হাজির করার জন্য কি কি আইনগত কার্যপদ্ধতি গ্রহণ করা হয় আলোচনা করুন।
খ) যুগপূত অভিযান (Simitaneous Drive) বলতে কি বুঝায়? যুগপুত অভিযান কিভাবে পরিচালনা করা হয়?
গ) পুলিশ অফিসার কর্তৃক অস্ত্র ও গোলাবারুদের দোকান এবং বিস্ফোরকের গুদাম পরিদর্শন ও অনুসন্ধানের পদ্ধতি সংশ্লিষ্ট বিধি বিধানের আলোকে আলোচনা করুন।

৩।
ক) ক একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি খ নামক একজন নারীর সম্মতি ব্যতিরেকে গর্ভপাত করানোর ফলে খ এর মৃত্যু ঘটে। ক এর বিরুদ্ধে কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যাবে বর্ণনা করুন।
খ) বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করারা ক্ষেত্রে বেসামরিক এবং সামরিক শক্তি প্রয়োগ সংক্রান্তে আইনের বিধি বিধান আলোচনা করুন।
গ) ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ অনুযায়ী মামলা তদন্তকারী কর্মকর্তার আইনানুগ ক্ষমতা বর্ণনা করুন।

৪।
ক) বিশেষজ্ঞের মতামত বলতে কি বোঝায়? আদালতে সাক্ষী হিসেবে বিশেষজ্ঞতার লিপিবদ্ধকৃত মতামত কিভাবে পুনরুজ্জীবিত করতে পারেন?
খ) খ গ অথবা ঘ কেউ যদিও কখনও ক কে লিখতে দেখেনি, তবুও বিশেষ দলিলটি ক এর হাতের লেখা কিনা, সে প্রশ্নে খ গ এবং ঘ এর অভিমত আদালতে কি উপায়ে প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে প্রমাণ করা যাবে।
গ) ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ মোতাবেক ময়না তদন্তের রিপোর্ট সম্পন্নকারী চিকিৎসক কোন ক্ষেত্রে অনুপস্থিতির কারণে বিচারিক আদালতে রিপোর্টটি সাক্ষ্য হিসাবে গ্রহণ করা যাবে।

৫।
ক) তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী কোন পুলিশ কর্মকর্তা কোন কোন ক্ষেত্রে তথ্য প্রদান করতে বাধ্য নন।
খ) সরকারী চাকরি আইন ২০১৮ অনুযায়ী সরকারী কর্মচারীর বিরুদ্ধে ফৌজদারী মামলার অভিযোগপত্র গৃহীত হলে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করবেন।
গ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২০) অনুযায়ী রুজুকৃত একটি মামলা তদন্তকালে তদন্তকারী কর্মকর্তার নিকট ঘটনার সাথে দন্ডবিধির ৩২৬ ধারার অপরাধ প্রমাণিত হয়- এক্ষেত্রে অভিযোগপত্র দাখিলের সময় তদন্তকারী কর্মকর্তার করণীয় কি হবে?