২০২০ সালের এএসআই থেকে এসআই লিখিত পরীক্ষা (পুস্তক সহ) প্রশ্ন

১।
ক) জিজ্ঞাসাবাদ কি? নাশকতার মামলায় আটক একজন আসামী জিজ্ঞাসাবাদের সময় কি কি অধিকার ভোগ করবে?
খ) সিডিএমএস কি? তদন্ত কার্যক্রমে সিডিএমএস এর প্রয়োজনীয়তা আলোচনা করুন।
গ) সুরতহাল প্রতিবেদনের সাথে এজাহারের বর্ণনার গরমিল হলে তদন্তকালে তা কিভাবে নিরসন করা যাবে?

২।
ক) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ক্ষমতা ও কর্তৃত্বের সাথে ঢাকা জেলা পুলিশ সুপারের ক্ষমতা ও কর্তৃত্তের তুলনা করুন।
খ) কুখ্যাত মাদক ব্যবসায়ী বাংটু সেলিমের বাসায় তল্লাশি চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পুলিশ সাব-ইন্সপেক্টর ফিরোজ রশিদ এক কেজি হেরোইন উদ্ধার করলেন। তদন্তকালে কোতয়ালী থানা পুলিশ জানতে পারল যে, বাংটু সেলিম তার অবৈধ অর্থের একটি অংশ তার শাশুড়ির নামে পরিচালিত ব্যাংক একাউন্টে জমা রেখেছে। তার শাশুড়ি সেই অর্থের একটি অংশ যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তার শ্যালকের টিউশন ফি’র জন্য পাঠিয়ে দিয়েছেন। এক্ষেত্রে যেসব অপরাধ সংঘটিত হয়েছে সেগুলোর প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু ও তদন্তের বিধান উল্লেখ করুন।

৩।
ক) প্রমাণের দায়িত্ব কি? কোন অবস্থায় প্রমাণের দায়িত্ব আসামীর উপর বর্তায়?
খ) অনুমান বলতে কি বুঝায়? আইনের অনুমান ও ঘটনার অনুমানের মধ্যে পার্থক্য লিখুন।
গ) ছামাদ সাধারণরত ডাকাতি করে জীবিকা নির্বাহ করে। একটি হাট থেকে বাড়ী ফেরার পথে তার উপর প্রতিপক্ষরা ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। মুমূর্ষ অবস্থায় মৃত্যুকালীন জবানবন্দীতে ডাকাত ছামাদ উল্লেখ করেন যে, তার উপর হামলার জন্য সদরুদ্দিন, গোলাপ, কানাই ও আলার সাথে জনৈক কাঠ ব্যবসায়ীর ছোট ছেলে ঘুম থেকে জেগে উঠলে সদরুদ্দিন তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। ছামাদ ডাকাত এখনও বেচে আছেন। ছামাদ ডাকাতের মৃত্যুকালীন জবানবন্দী ও প্রাসঙ্গিকতা এবং তা আসামীদের বিরুদ্ধে ব্যবহারের বিধান ব্যাখ্যা করুন।

৪।
ক) শিশু বিষয়ক ডেস্ক কি? শিশু বিষয়ক ডেস্কের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন।
খ) আবরার শেরওয়ানী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিভাইস নামক একটি সুপ্রতিষ্ঠিত সফটওয়্যার ফার্মে প্রোগ্রাম ডেভেলপার হিসেবে কর্মরত আছেন। তিনি উক্ত ফার্মের সোর্স কোড রক্ষণাবেক্ষণ করেন। আবরার সফটওয়্যার ফার্মের ডিজিটাল তথ্য প্রবাহে তার বিদ্যমান স্ট্যাটাসের পাশাপাশি প্রতারণার উদ্দেশ্যে নবাব স্যার সলিমুল্লাহ পরিবারের শেষ বংশধর হিসেবে তথ্য সংযোজনসহ সুপার অ্যানিমেশনের মাধ্যমে নবাব পরিবারের সদস্যদের সাথে সংযোজিত নিজের ছবি এবং নবাব পরিবারের কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ছবি আপলোড করেন। তার ফেইসবুক একাউন্টের সাথে অফিসিয়াল ওয়েবসাইটের সংযোগ স্থাপন করে তিনি পরিচয় প্রতারণার মাধ্যমে অনেক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করে এবং দৈহিক মিলনে লিপ্ত হন। জনৈক মডেল ডলি তাদের সম্পর্কে একপর্যায়ে বিষয়টি বুঝতে পেরে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এর নিকট লিখিত অভিযোগ দাখিল করেন।
ক) অফিসার ইনচার্জ কি ধরণের আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন?
খ) ঘটনায় মামলা হলে তদন্তকারী কর্মকর্তা কি ধরণের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন?

৫।
নিম্নলিখিত ক্ষেত্রে একজন পুলিশ সাব-ইন্সপেক্টরের করণীয় বর্ণনা করুন-
ক) মানব পাচার মামলা তদন্ত করতে গিয়ে জানা গেল যে, আসামীর অবস্থান সৌদি আরবের রিয়াদে।
খ) গ্রেফতার এড়াতে একজন আসামী অন্য থানা এলাকায় আশ্রয় গ্রহণ করল।
গ) মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে কোন শিশুকে গ্রেফতারের পর থানায় আনা হলো।
ঘ) চেকপোস্টে তল্লাশি চলাকালীন এক ব্যক্তি চেকপোস্ট ইনচার্জ সাব-ইন্সপেক্টরের প্রতি তার লাইসেন্সকৃত অস্ত্র তাক করল।