১।
ক) মানহানি বলতে কি বুঝায়? কোন কোন ক্ষেত্রে ব্যক্তির অনুভূতিতে আঘাত করা সত্ত্বেও মানহানির অপরাধ হবে না আলোচনা করুন।
খ) অ্যাসিসটেন্ট সাব-ইন্সপেক্টর হিসাবে থানার দায়িত্বরত থাকাকালীন জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে মারাত্মাক শান্তিভঙ্গের সংবাদ প্রাপ্ত হলে আইনগতভাবে করণীয় উল্লেখ করুন।
২।
ক) মামলা তদন্তে কেস ডায়রীর সাক্ষ্যমূল্য আলোচনা করুন।
খ) সাতক্ষীরা জেলার সদর থানাধীন মজুমপুর এলাকার জনৈক সাইফুল্লাহ বাড়ির দ্বিতল ভবনের নিচতলায় মেইন গেট ভেঙ্গে গত ০৭/০৪/২০২১ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৩.৪০ ঘটিকার দিকে ৭ জন অজ্ঞাতনামা লোক প্রবেশ করে। ঘরে ঢুকে পিস্তল ও ছুরি দিয়ে ভয় দেখিয়ে গৃহকর্তাকে জিম্মি এবং মারধর করে নগদ তিন লক্ষ টাকা, আনুমানিক ৫০ ভরি স্বর্ণালংকার এবং বাড়ীর বাসিন্দাদের ব্যবহৃত ৩টি মোবাইল সেট নিয়ে যায়। দুর্বৃত্তরা তাদের প্রতি গুলি বর্ষণ করে ফলে কয়েকজন প্রতিবেশী আহত হয় এবং হাসপাতালে নেয়ার পথে জনৈক আহাদ (২২) মৃত্যুবরণ করেন। সংক্ষুরূপক্ষ ভয়ে থানায় অভিযোগ দায়ের করতে না চাইলে প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা না পাওয়ায় সংশ্লিষ্ট আইনের ধারা উল্লেখপূর্বক একটি প্রাথমিক তথ্য বিবরণী লিখুন।
৩।
ক) স্বীকারোক্তি বলতে কি বুঝায়? কোন ক্ষেত্রে পুলিশ অফিসারের কাছে প্রদত্ত স্বীকারোক্তির সাক্ষ্য মূল্য রয়েছে?
খ) কোন শ্রেনীর ব্যক্তির মৌখিক উক্তি কি কারণে তাদের অনুপস্থিতিতে আদালতে বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হিসেবে বিবেচিত হবে?
গ) একটি ডাকাতি মামলার বিচার কার্যক্রমে কতিপয় সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদানকালে ঘটনাস্থলের অদূরে একটি বাশ ঝোপের আড়ালে সিগারেটের আগুন দেখেছিল। নিম্নোক্ত ক্ষেত্রে আইনগত বিধানবলী উল্লেখপূর্বক আলোচনা করুন।
১) সাক্ষীদের সাক্ষ্য কি ধরণের সাক্ষ্য হিসাবে বিবেচিত হবে?
২) সাক্ষীদের সাক্ষ্য কিভাবে আদালতে প্রাসঙ্গিক হবে?
৪।
ক) আসামী শনাক্তকরণের প্রচলিত পদ্ধতির নাম লিখুন। আসামী শনাক্তকরণের যে কোন একটি পদ্ধতির বর্ণনা করুন।
খ) জনৈক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সরকারী বিদ্যাপীঠ স্কুলের দপ্তরি হাসেম ব্যাপারী মৌখিকভাবে অবহিত করেন যে রসুলপুর গ্রামের জব্বার মাতুব্বর তার ৮ম শ্রেনীর শিক্ষার্থী নাবালিকা কন্যা রূপালীর সম্মতি ব্যতীত পার্শ্ববর্তী গ্রামের হারেজ মেম্বারের ছেলে আনিস (১৮) এর বিয়েব ব্যবস্থা করেছেন। এ বিষয়ে আনিস ও আনিসের মায়ের সম্মতি রয়েছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টিকে গুরুত্বারোপ না করায় বরপক্ষ ও কাজী বিয়ের কার্যক্রম সম্পন্ন করেন এবং নববিবাহিত দম্পতির মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপিত হয়। দুই মাস পর দপ্তরী হাসেম বিষয়টি থানায় জানালে জব্বার মাতুব্বর প্রাথমিক তদন্তকালে পুলিশকে অবহিত করেন যে, আজ তার কন্যার বয়স আঠারো বছর পূর্ণ হয়েছে। এক্ষেত্রে-
১) আইনের আলোকে সংশ্লিষ্ট ব্যক্তিদের অপরাধ এবং শান্তির বিধান ব্যাখ্যা করুন।
২) রূপালীর বয়স নির্ধারণের পদ্ধতি এবং বয়স নির্ধারণের তারিখের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করুন।
৫।
নিম্নলিখিত পরিস্থিতিতে একজন সাব-ইন্সপেক্টরের করণীয় বর্ণনা করুন-
ক) বাংলাদেশের বাইরের কোন আদালত হতে জারীকৃত ওয়ারেন্ট অফিসার ইনচার্জ কর্তৃক হাওলা করা হলো।
খ) অপমৃত্যু মামলা তদন্তকালীন ঘটনার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী জিজ্ঞাসিত প্রশ্নের জবাব প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করলে।
গ) গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার করতে গিয়ে জানা গেল যে, ষড়যন্ত্রমূলকভাবে ফাসানোর জন্য ঘটনা সাজানো হয়েছে।
ঘ) সূর্যাস্ত ও সূর্যদ্বয়ের মধ্যবর্তী সময়ে মহানগর এলাকার মধ্যে সন্দেহজনকভাবে কোন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গেলে।