২০১৯ সালের এএসআই থেকে এসআই পরীক্ষা (পুস্তক ব্যতীত) প্রশ্ন

এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পরীক্ষা ২০১৯ প্রশ্ন

বিষয়ঃ আইন ও বিধি (পুস্তক ব্যতীত)

১।
ক) চুরি, দস্যুতা ডাকাতি একই অপরাধের তিনটি ভিন্নরূপ আলোচনা করুন।
খ) ‘ক’ নামক এক ব্যক্তি ‘খ’ কে হত্যা করার জন্য ‘গ’ কে প্ররোচনা দেয়। ‘ক’ এর অপরাধ ব্যাখ্যা করুন।
গ) আবদুল মাতাল অবস্থায় নিজ নামে লাইসেন্সকৃত পিঞ্চল দিয়ে জবদুলকে গুলি করলে জবদুল মারা যায়। আবদুলের অপরাধ ব্যাখ্যা করুন।

২। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ থানা হতে এসআই রশিদকে ৫ কনস্টেবলসহ একটি অপরাধী চক্রকে গ্রেফতারের জন্য সুন্দরপুর গ্রামের জনৈক এক পাট ব্যবসায়ীর বাড়িতে প্রেরণ করেন। পুলিশ উক্ত পাট ব্যবসায়ীর বসত বাড়ির বাহিরে অবস্থান নিলে ৮ সদস্যের ডাকাত দল পুলিশের উপস্থিতি বুঝতে পেরে উক্ত গৃহ হতে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এবং আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশের উপর গোলাবর্ষণ করে পালিয়ে গেল। ডাকাত দলের আক্রমণে ২ পুলিশ সদস্য আহত হলো। পুলিশ পার্টি ইনচার্জ এসআই রশিদ ডাকাত দলের পলায়ন রোধ, গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য গুলি বর্ষণসহ কার্যকর নির্দেশ প্রদানে ব্যর্থ হলেন। এক্ষেত্রে পুলিশ আইন ও পিআরবি এর আলোকে পার্টি ইনচার্জ এসআই রশিদের ভূমিকা আলোচনা করুন। ডাকাত দলের সদস্য কর্তৃক সংঘটিত অপরাধ আইনের আলোকে বর্ণনা করুন।

৩।
ক) এজাহার বলতে কি বুঝায়? ত্রুটিমুক্ত এজাহারের বৈশিষ্ট আলোচনা করুন।
খ) একটি অপরাধ সম্পর্কে একই সঙ্গে নালিশী মামলা ও পুলিশী তদন্ত চলমান থাকলে অনুসরণীয় পদ্ধতি কি হবে আলোচনা করুন।

৪।
ক) বৈরী সাক্ষী কি? একজন সাক্ষীকে বৈরী ঘোষণার পদ্ধতি আলোচনা করুন।
খ) ফৌজদারী মামলায় আসামীর পূর্ববর্তী অসৎ চরিত্র কখন প্রাসঙ্গিক হবে?
গ) মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক হওয়ার শর্ত কি?

৫।
ক) ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ অনুযায়ী এ আইনের অতিরাষ্ট্রিক প্রয়োগ সংক্রান্ত বিধান কি?
খ) মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এ মানি লন্ডারিংকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে?

৬। টিকা লিখুন:
ক) অবৈধ আটক
খ) গুরুতর আহত
গ) হৈ চৈ বিজ্ঞাপন
ঘ) নজরদারী