২০১৮ সালের এএসআই থেকে এসআই লিখিত পরীক্ষা (পুস্তক সহ) প্রশ্ন

এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পরীক্ষা ২০১৮ প্রশ্ন

বিষয়: আইন ও বিধি (পুস্তক সহ)

১। এজাহারের আইনগত মূল্য কি? বাদী ও আসামী উভয়পক্ষ কি এজাহার ব্যবহার করতে পারে? এজাহারকারী মারা গেলে বা মূল এজাহার হারিয়ে গেলে তা কিভাবে প্রমাণ করা যাবে?

২। কেস ডায়েরী বলতে কি বোঝায়? কেস ডায়েরীতে কি কি তথ্য সন্নিবেশিত করা হয়? কেস ডায়েরী লিখার পদ্ধতি ও প্রয়োজনীয় বর্ণনা করুন।

৩।
ক) রাজসাক্ষী কি? কিভাবে রাজসাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা যায়? রাজসাক্ষীর সাক্ষ্য কি সাক্ষ্য প্রদানকারীর বিরুদ্ধে ব্যবহার করা যায়- আলোচনা করুন।
খ) এলিবাই কি? কিভাবে এটি প্রাসঙ্গিক?

৪।
ক) ঢাকা জেলার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের মধ্যে আইনগত কর্তৃত্বের পার্থক্য বর্ণনা করুন।
খ) খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার কোন ব্যক্তিকে তার অধিক্ষেত্র থেকে বহিষ্কার করতে পারেন কি- পারলে তার পদ্ধতি বর্ণনা করুন।

৫।
ক) মাদকদ্রব্য উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি কারো দখলে পাওয়া গেলে পুলিশ তার বিরুদ্ধে কি ধরণের ব্যবস্থা গ্রহণ করতে পারে আলোচনা করুন।
খ) কখন বা কোন কোন ক্ষেত্রে মাদকদ্রব্যের লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করা যায়?

৬।
নিম্নলিখিত ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যক্তিবর্গ/পুলিশ অফিসারের দায়-দায়িত্ব/করণীয় নিরূপন করুনঃ
ক) একটি হত্যা মামলা তদন্তকালে এসআই জহির প্রমাণ পেলেন যে বাদী নিজেই হত্যাকান্ডের সাথে জড়িত।
খ) থানার অফিসার ইনচার্জের কাছে খবর আসল যে তার অধিক্ষেত্রের কুসুমপুর গ্রামে দুইদল গ্রামবাসীর মধ্যে ভয়ংকর দাঙ্গা চলছে এবং ইতোমধ্যে তিনজন ব্যক্তি নিহত হয়েছে।
গ) আসামী রফিকুল ডাকাতি মামলার রিমান্ডে এসে এসআই জামালের কাছে স্বীকার করল যে সে আলোচিত ডাকাতিতে লুণ্ঠিত অর্থ বা দ্রব্য কোনটিই গ্রহণ করেনি। তবে ডাকাতি চলাকালে সে গৃহকর্তার মেয়েকে ধর্ষণ করেছিল। (ঘ) বিক্ষুদ্ধ জনতার দাবীর মুখে এসআই হাফিজ গ্রেফতারকৃত সন্ত্রাসী গালকাটা মজনুকে জনতার হাতে তুলে দিলে হাজার হাজার জনতার গণপিটুনিতে আসামী গালকাটা মজনু নিহত হল।