২০১৭ সালের এএসআই থেকে এসআই পরীক্ষা (পুস্তক ব্যতীত) প্রশ্ন

এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পরীক্ষা ২০১৭ প্রশ্ন

বিষয়: আইন ও বিধি (পুস্তক ব্যতীত)

১। বেওয়ারিশ সম্পত্তি বলতে কি বুঝায়? বেওয়ারিশ সন্দিগ্ধ সম্পত্তি পাওয়া গেলে কি ধরণের আইনী ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক? সন্দিগ্ধ সম্পত্তি নিষ্পত্তি বর্ণনা করুন।

২। আসামীর অজুহাতে কি বিচার কার্য পরিচালনা করা সম্ভব, পলাতক আসামীর বিরুদ্ধে বিচার সম্পাদনের পদ্ধতি আলোচনা করুন।

৩। তল্লাশি পরোয়ানা কি? তল্লাশির পূর্বে ও পরে তল্লাশি পরিচালনাকারী কর্মকর্তার করনীয় কি?

৪। কেস ডায়রী কি? কেস ডায়রীতে কি কি তথ্য সন্নিবেশ করা হয়, কেস লেখার প্রয়োজনীয়তা উল্লেখ করুন।

৫। রাজসাক্ষী কি? কিভাবে রাজসাক্ষী গ্রহণ করা হয়? রাজসাক্ষীর সাক্ষ্য কি তার বিরুদ্ধে ব্যবহার করা যায়? রাজসাক্ষী কি তার প্রদত্ত সাক্ষ্য অস্বীকার করতে পারে?

৬। টিকাঃ
ক) ইভটিজিং
খ) অপরাধমূলক ষড়যন্ত্র
গ) মৃত্যুকালীন জবানবন্দী
ঘ) মোবাইল ফাইন্যান্সিং