এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পরীক্ষা ২০১৭ প্রশ্ন
বিষয়: আইন ও বিধি (পুস্তক সহ)
১। এজাহার কাকে বলে? জেনারেল ডায়রী ও এজাহারের মধ্যে পার্থক্য কি কি? মামলা প্রমাণে এজাহারের গুরুত্ব আছে কি? সাধারণত এজাহারে কি কি ত্রুটির কারণে আসামী খালাস পায়?
২। থানার আর্থিক ব্যবস্থাপনা বলতে কি বুঝায়? তদন্ত ব্যয় ও ক্যাশ রেজিষ্টারের সংরক্ষণ ও ব্যবহার পদ্ধতির পার্থক্য আলোচনা করুন।
৩।
ক) থানা হাজতে একজন আসামীর মৃত্যু ঘটলে ডিউটি অফিসার হিসেবে একজন এএসআই এর দায়িত্ব ও কর্তব্য কি?
খ) ভিসিএনবি ও এফএম বলতে কি বুঝ? এফএম প্রাপ্তির পর করনীয় কি?
৪।
ক) আপনি সাভার থানার একজন এসআই। গাছের ডালে রশিতে একজন মহিলার লাশ ঝুলে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার পর ইহা হত্যা না আত্মহত্যা তা কিভাবে নির্ধারণ করবেন বর্ণনা করুন।
খ) একটি খুন কখন অপরাধের আওতায় পড়ে না বর্ণনা করুন।
৫। জনশ্রুতিমূলক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা সম্পর্কে ব্যাখ্যা করুন। কখন জনশ্রুতিমূলক সাক্ষ্য হিসেবে গ্রহনীয় হয়। কোন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য গুলো সাক্ষী গ্রহণের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক?
৬। পার্থক্য লিখুনঃ
ক) তথ্যগত ভুল ও আইনগত ভুল
খ) ডাকাতি ও দস্যুতা
গ) দুশ্চরিত্র রোল-এ ও দুশ্চরিত্র রোল বি
ঘ) ধর্ষণ ও ব্যভিচার