২০২৪ সালের এএসআই থেকে এসআই (সশস্ত্র) লিখিত পরীক্ষার প্রশ্ন

এএসআই (সশস্ত্র) হতে এসআই (সশস্ত্র) লিখিত পরীক্ষা ২০২৪ প্রশ্ন

১।
টিকা লিখুনঃ
ক) টিআই প্যারেড
খ) অবৈধ জনতা
গ) জাল দলিল
ঘ) অনুসন্ধান

২।
ক) চূড়ান্ত রিপোর্ট বলতে কি বোঝেন?
খ) চূড়ান্ত রিপোর্ট কত প্রকার ও কি কি ব্যাখ্যা করুন।

৩।
ক) সমন ও ওয়ারেন্ট কাকে বলে?
খ) ওয়ারেন্ট কত প্রকার ও কি কি?
গ) পুলিশ কিভাবে ক্রোকী পরোয়ানা কার্যকর করে?

8।
ক) আগ্নেয়াস্ত্র ব্যবহারের পূর্বে ও পরে পুলিশের করণীয় আলোচনা করুন।
খ) পুলিশ প্রবিধান অনুযায়ী এস্কর্ট ডিউটির পদ্ধতি আলোচনা করুন।

৫।
ক) তল্লাশি পরোয়ানা কি?
খ) তল্লাশির আগে, তল্লাশির পরে ও তল্লাশির সময় কি কি নিয়ম পালন করতে হয়?

আমাদের সম্পর্কে

আমরা আমাদের অ্যাপ Law School BD, ইউটিউব চ্যানেল Law School BD Official এবং ব্লগ ও ফেসবুক পেইজের মাধ্যমে আইন শিখিয়ে থাকি।


আমাদের পণ্য সমূহ

Law School BD App


প্রয়োজনীয় লিংক

About Us

Contact Us

Privacy Policy

Terms & Conditions

Disclaimer


যোগাযোগ

Law School BD

© 2025 Copyright: LawSchoolBD.org